আমাদের কথা খুঁজে নিন

   

জনতা শক্তি



হাতে কাজকাম না থাকলে অনলাইনে ঘুরাঘুরি করা ছাড়া কোন কিছু করার থাকে না। আর পার্মানেন্ট বেকারদের জন্য তো ওইটাই সময় কাটানোর একমাত্র উপায়। অনেকেরই হয়তো চোখে পড়েছে গত বছরে টাইম ম্যাগাজিন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যাক্তি হিসাবে আমাদেরকে বেছে নিয়েছে, আমরা মানে যারা কোন গতানুগতিক মিডিয়ার অংশ না হয়েও বর্তমানে ব্লগ বা ব্যক্তিগত ভিডিওর মাধ্যমে নিজের মনের ভাব অন্যদের সাথে শেয়ার করছেন। সুখবর হল, এই আনাড়ীদের হাতুড়ী বাটালী থেকেই প্রতিদিন নতুন নতুন তারকা বের হয়ে আসছেন, যারা সময়ের সাথে সুপারস্টারে পরিনত হচ্ছেন। আমাদের এই ব্লগপড়াও ওই পরিবারের সদস্য।

জনতার এই নয়া শক্তি ব্যাবহার করেই উইকিপিডিয়া এত চমৎকার জ্ঞানভান্ডারে পরিণত হয়েছে। আজকে একটা নতুন সাইট দেখে বেশ ভাল লাগল। সারা পৃথিবীর বিভিন্ন যায়গার কম্পু গ্রাফিক শিল্পীদের ছবি জোড়া দিয়ে দেয়ালিকা। বেশিরভাগ সময়েই সম্পুর্ণভাবে ভৌগলিক দিক থেকে বিচ্ছিন্ন শিল্পীদের ছবি ব্যাবহার করা হয়েছে। কিন্তু একসাথে দেখলে অসাধারণ এক গল্পের মত মনে হল।

!@@!561326 !@@!561327 !@@!561328 !@@!561329 !@@!561330 !@@!561331 !@@!561332 !@@!561333 !@@!561334?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।