আমাদের কথা খুঁজে নিন

   

জেগে ওঠো জনতা.......

আমার টেবিল আমার খাতা, আমার কলম হাতে। আমার মাথা অন্যে ঘুরায়, চাবি অন্যের হাতে। আগামী ২০মার্চ সাম্রাজ্যবাদ বিরোধী দিবসে ইরাক হামলার ৯ বছর পূর্ণ হতে যাচ্ছে। মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বে সাম্রাজ্যবাদের মুনাফা ও আগ্রাসনের নির্মম শিকার হচ্ছে দুনিয়ার নিপীড়িত জাতি ও জনগন এবং পৃথিবীর প্রান-পরিবেশ। বাংলাদেশেও এই সাম্রাজ্যবাদী আগ্রাসন চলছে রাজনীতি-অর্থনীতি-শিক্ষা-সংস্কৃতিসহ সকল ক্ষেত্রে।

বর্তমান শিক্ষানীতি,UGC কৌশলপত্র সাম্রাজ্যবাদী পরিকল্পনার অংশ। অগনতান্ত্রিক ও উপনিবেশিক এই শিক্ষানীতি সাম্রাজ্যবাদের সেবাদাস আইটি শ্রমিক ও কেরানী তৈরীর জন্য প্রনীত। তাই দেশের ছাত্র সমাজকে শিক্ষাক্ষেত্রে এই আগ্রাসনসহ সকল ক্ষেত্রে সাম্রাজ্যবাদী আগ্রাসন রুখে দাঁড়াতে হবে। জাতীয় বিকাশমূখী ও গণতান্ত্রিক শিক্ষাব্যবস্থা কায়েমের লড়াইয়ে সামিল হয়ে একে সংগঠিত করা ছাত্র সমাজের কর্তব্য। একই সাথে জাতীয় বিকাশমূখী ও গণতান্ত্রিক শিক্ষাব্যবস্থা কায়েমের লড়াইকে জাতি ও জনগনের মুক্তির লড়াইয়ের সাথে একীভূত করতে হবে।

২০মার্চ সাম্রাজ্যবাদ বিরোধী দিবসে দেশের ছাত্র সমাজের প্রতি ছাত্রগণমঞ্চের আহ্বান - #অগণতান্ত্রিক ও উপনিবেশিক শিক্ষানীতি বাতিলের দাবীতে ঐক্য বদ্ধ হোন #সাম্রাজ্যবাদী পরিকল্পার "UGC কৌশলপত্র" বাতিলের দাবীতে ঐক্য বদ্ধ হোন #সাম্রাজ্যবাদের সেবাদাস আইটি শ্রমিক তৈরীর শিক্ষানীতি বাতিল কর #দেশে দেশে সাম্রাজ্যবাদের আগ্রাসন রুখে দাঁড়াও #সরকারের ফ্যাসিবাদী শাসন ও মার্কিন-ভারতের তাবেদারী রুখে দাঁড়াও #শিক্ষাঙ্গনে আমলাতান্ত্রিক,অগণতান্ত্রিক প্রশাসন রুখে দাঁড়াও #শিক্ষাঙ্গনে প্রশাসনিক ফ্যাসিকরণ প্রতিহত কর #অগতান্ত্রিক "ছাত্র আচরণবিধি" বাতিল কর #শিক্ষাঙ্গনে পুলিশি তৎপরতা বন্ধ কর #শিক্ষাঙ্গনে "নির্যাতন প্রতিরোধ সেল" গড়ে তুলুন #হলে,ক্লাসে,সমগ্র শিক্ষাঙ্গনে নির্যাতনের বিরুদ্ধে প্রতরোধ গড়ে তুলুন #প্রতিরোধের দূর্গ গড়ে ছাত্রজনতার গণক্ষমতা প্রতিষ্টা করুন #ছাত্ররাজনীতির সুবিধাবাদীধারা প্রত্যাখ্যান করুন #স্বাধীন ও গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয় চাই #জাতীয় বিকাশমূখী ও গণতান্ত্রিক শিক্ষাব্যবস্থা কায়েমের লড়াইয়ে সামিল হোন একে সংগঠিত করুন #জাতীয় বিকাশমূখী ও গণতান্ত্রিক শিক্ষাব্যবস্থা কায়েমের লড়াইকে জাতি ও জনগনের মুক্তির লড়াইয়ের সাথে একীভূত করুন ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.