আমাদের কথা খুঁজে নিন

   

জনতা জাগবেই

ওই মেন্দার পুত, সংসদ তোর বাপের সম্পত্তি না, আমার শইল্যের রক্ত ওইহানে আছে। সংসদে পাডাইছি আমার কাজ করার জন্যে খিস্তি তোলার জইন্যে নয়। আমার মুখের খাবার তুমি খাইয়া পাডাল লাহান গতর লইয়া আমারে তাইড়া আসবা, তা হবেনা। সংসদে বইয়া কামড়া কামড়ি করবা কুত্তার লাহান, তা হইতে দিমু না। যেই হাতে ভোট দিসি সেই হাত এহনও আছে, যেই মুখে সমর্থন দিসি সেই মুখ এহনও কথা বলে, ভোটের বদলে ওই হাতে লাডি লইবার পারি। এহনও,"ওই মারানির পুত" বইলা গাইল দিবার পারি। আমারে ফিরানোর কেউ নাই মনে রাখিস, ইয়া-আলী বইলা চিতকার দিয়া বরাক বাশের ডান্ডা দিয়া পাছার মইধ্যে মাইরা দিমু, তখন বুঝবি, পাবলিক কি জিনিস।। সুত্রঃ ফেবু থেকে পাওয়া

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।