আমাদের কথা খুঁজে নিন

   

হিন্দী ভাষায় বাংলা ছবি "কাহানি"

বেশি কিছু চাই না, চাই শুধু মনের কথা বলতে [ "কাহানি" ছবির প্রেক্ষাগৃহের পোষ্টার ] ২০১২ ওর মার্চ মাসে মুক্তি প্রাপ্ত সুজয় ঘোষ পরিচালিত বিদ্যা বালন অভিনত ছবি হচ্ছে এই "কাহানি"। আমার লেখার শিরনাম দেখে আপনি হয়ত ভাবছেন এটা কি করে সম্ভব তাই তো ? তাহলে আপনাকে জানাই ছবিটি হিন্দী হলেও মাত্র ৪ জন অভিনেতা এই ছবির অবাঙ্গালী, তাছাড়া বাকী সব অভিনেতারাই টালিগঞ্জের বাঙ্গালী অভিনেতা । এবার ছবির গল্পের দিকে আসা যাক। পরিচালক ছবি রিলিজ করার আগে বলেছিলেন ছবিটি থ্রিলার ধর্মী। গল্পে দেখানো হয়েছে ২ বছর ধরে ভারতে কর্মরত তার স্বামীর কোন খোঁজ না পেয়ে বিদ্যা বালন কোলকাতায় আসে তাকে খুঁজতে ।

সেই মুহুর্তে তিনি ৭ মাসের গর্ভবতী মহিলা। [ ছবিতে বিদ্যা বালন কে ৭ মাসের গর্ভবতী দেখানো হয়েছে ] তিনি কালিঘাট থানায় তার স্বামীর মিসিং ডায়রি করান, এবং নিজও স্বামীর কর্মক্ষেত্রে খোজ নিতে শুরু করেন। বিদ্যার নিখোঁজ স্বামীকে খোঁজার দায়িত্ব পরে সত্যকি সান্যাল যে চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত । ["কাহানি ছবির একটি দৃশ্যে পরমব্রত ও বিদ্যা বালন ] ক্রমশই বিদ্যা জানতে পারেন তার স্বামীর মতো দেখতে আরো একজন আছেন যিনি প্রথমে সরকারের হয়ে কাজ করলেও পরবর্তীতে জঙ্গী কার্যকলাপে যুক্ত হয়। এই জায়গাটাই হল গল্পের আসল টার্নিং পয়েন্ট।

এর পর গল্পের একদম শেষে গিয়ে পরিচালক ( যিনি এই ছবির লেখক ও ) দিয়েছেন আসল মোচর, কারন এতক্ষন যাকে আপনি যাকে হিরো মনে করছিলেন সে হয়ে যাবে ভিলেন, এবং যত গুলো জট বাঁধা হয়েছিল সে গুলিকেও পরিচালক খুলে দেন ছবির শেষে। কিন্তু তিনি এটা কি ভাবে করেছেন তার জন্য আপনাকে ছবিটা দেখতে হবে। [ "কাহানি" ছবির শেষ দৃশ্যর একটি ] ছবিটি কোলকাতা শহরকে কেন্দ্র করেই এগিয়ে চলেছে। এখানে কোলকাতার সুন্দর সুন্দর স্থান ছাড়াও একঝাঁক টালিগঞ্জের শিল্পী রয়েছে, যারা ছবিটিতে দারুন অভিনয় করেছে। ছবিটি দেখতে দেখতে আপনার মনে হতেই পারে " এ কি!হিন্দী ভাষায় বাংলা ছবি দেখছি নাকি ?"  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.