আমাদের কথা খুঁজে নিন

   

হিন্দী মুভি বাংলা রিভিউ – “3 Idiots”



অবশেষে অপেক্ষার প্রহর গোনা শেষ করে বছরের সবচাইতে প্রতিক্ষীত মুভি “3 Idiots” এর আগমন। এবং বরাবর Aamir Khan এর রাজকীয় পদক্ষেপ। মুভিটি দেখার সময় শুধু একটিই আক্ষেপ ছিল। এ মুভিটি যদি সিনেমা হলে দেখতে পারতাম! মুভিটি দেখার সময় এই এখনই হাসতে হাসতে চেয়ার থেকে পড়ি, তো এখনই উত্তেজনায় দাড়িয়ে পড়ি। “3 Idiots” হলো সর্বসেরা আনন্দদায়ক মুভির তালিকায় সর্বশেষ সংযোজন।

মুভিটি Chetan Bhagat রচিত “Five Point Someone – What not to do at IIT” অবলম্বনে নির্মিত। উপন্যাসের কাহিনীর সাথে মুভির সাদৃশ্য নিয়ে ঝগড়া ঝাটি এখনও চলছে। যাই হোক কাহিনী বলি। Imperial College of Engineering এ ভর্তি হয় Farhan Qureshi (R. Madahavan) । তার রুমমেট হয় Raju Rastogi (Sharman Joshi) ।

Raju, Electronics এ পাস করার জন্য ধর্মীয় তন্ত্র-মন্ত্রকেই অধিক কার্যকরী মনে করে। হলে প্রথমদিন Ragging এর সময় আবির্ভাব হয়, “রানছোড়দাস শামালদাস চান্চাড়” ওরফে Rancho (Aamir Khan) এর। তার Physics এর জ্ঞান সেই রাতে শুধু তাকে Rag খাওয়া থেকে বাঁচায়না বরং Senior কে লাঞ্চিত করে। কিভাবে করে সেটাই দেখার জিনিস। কে এই ছেলে?? পড়াশোনা নেই।

সব ক্লাসে স্যারেরা ওর কথায় বিপর্যস্ত। কিন্তু সেরাদের তালিকাতে তাকেই দেখা যায়। সহজেই Farhan ও Raju’র প্রাণের সাথী হয়ে যায়। কিন্তু College এর Director, Viru Sahastrabudhhe (Boman Irani) তার উপর খুবই বিরক্ত। কেন এই ছেলেটি কোন কিছু পরোয়া না করে একের পর এক চমৎকার করে যাচ্ছে? এদিকে তারই মেয়ে Pia (Kareena Kapoor) প্রেমে পড়ে যায় তার।

প্রচুর ঘটনা ঘটার পর শেষ হয় Graduation। কিন্তু হঠাৎ গায়েব হয়ে যায় Rancho। কোথায় গেল প্রাণের বন্ধু?? ৫ বছর পর Rancho ‘র শত্রু আরেক সহপাঠী Chatur (Omi Vaidya) হদিস পায় তার। Farhan, Raju, Chatur তিনজন মিলে খুঁজতে বের হয় তাকে। Shimla এ গিয়ে পাওয়া যায় চান্চাড় পরিবারকে।

কিন্তু সেখানে রানছোড়দাস শামালদাস চান্চাড় তো তাদের Rancho নয়। কোথায় গেল Rancho?? রহস্য থেকেই যায়। “3 Idiots” এ শিক্ষাব্যবস্হার ত্রুটি চিণ্হিত করার চেষ্টা করা হয়েছে। কিছু ক্ষেতে্র সফল হয়েছে, কিছু ক্ষেত্রে বিফল। অনেক দৃশ্যে শিক্ষামূলক বাণী বলা হয়েছে।

তবে আমার কাছে মুভিটি সম্পূর্ণ রুপে একটি কমেডি মুভি। যারা একে “Lage Raho Munna Bhai” অথবা “Taare Zameen Par” এর সাথে মেলাতে যাবেন তারা অনেকখানি আশাহত হবেন। চিত্রনাট্য দারুন হয়েছে। হাস্যরস যেন গবেষণা করে বের করা হয়েছে। বিশেষ করে Chatur এর ভাষন তো অসাধারণ।

এত হাস্যকর দৃশ্য আগে দেখেছি বলে মনে পড়ে না। অভিনয়ে Aamir Khan সম্পর্কে যতই বলি ততই কম হবে। যেভাবে সে হাটে , যেভাবে কথা বলে , ঝামেলায় পড়লে বলে “’Aal izz well” , মনে হয় ১৮ বছরের এক তরুণ। অসাধারণ অভিনয়। R. Madahavan, Sharman Joshi দারুণ সাথ দিয়েছে।

Kareena Kapoor এ মুভির ঠিক কত মিনিট ছিল সেটা হাতে গুনে বের করা যাবে। Boman Irani ’র চরিত্রটি সেরকম হাস্যরসাত্মক নয়। Shantanu Moitra’র সংগীত সবসময় শ্রুতিমধুর হলেও আমার খুব ভালো লাগে না। কিন্তু এবার আসলেই দারুন সংগীত দিয়েছেন। “Aal izz well”, “Give me some Sunshine” অসাধারণ দুটি গান।

মুভিটির খারাপ দিকগুলো যদি বলতে শুরু করি তবে পুরা বই বানানো যাবে । কিন্তু সেটাতে আড়াল থেকে যাবে আমি মুভিটি কতটা আনন্দের সাথে উপভোগ করে দেখেছি। আমি বলতে পারি যে অনেকের মুভির অনেক আজগুবি বস্তু পছন্দ হবে না কিন্তু মুভিটি দেখার সময় উপভোগ করবেনই। সুতরাং দয়া করে মুভিটি মিস করবেন না। রেটিং – ৩.৫/৫


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.