শুন আমার ভাই বোনেরা আমি একজন প্রেমের মরা আমার একটা অনুরোধ আমার লেখা গুলো কেউ দয়া করে গান হিসেবে নিবেন না ভাবলে বড় ভূল হবে। আর একটা কথা সবাই ভাববেন যে ফেরেশতা ফার্সী ভাষার শব্দ। এর অর্থ দত, বার্তাবাহক। এর আরবী প্রতি শব্দ হলো মালাকুন। বহুবচনে মালায়েকাহ ব্যবহিত হয়।
মহান আল্লাহর প্রতি ঈমান আনার পর ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। ফেরেশতাদের প্রতি ঈমান বস্তুত আল্লাহর প্রতি ঈমানের আবশ্যিক পরিশিষ্ট। ফেরেশতাদের প্রতি ঈমানের উদ্দেশ্য তাদের অস্তিত্বের প্রতি স্বীকৃতিদানই নয়; বরং এর প্রকৃত উদ্দেশ্য হচ্ছে, বিশ্বব্যবস্হায় তাদের সঠিক মর্যাদা ও দায়িত্ব উপলদ্বি করা। এতে আল্লাহর প্রতি ঈমান নির্ভেজাল তাওহীদের উপর প্রতিষ্টিত এবং শিরকের সর্বপ্রকার সংমিশ্রন থেকে পবিত্র থাকে। পবিত্র কোরআন মজীদে ফেরেশতাদের মর্যাদা ও দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে-আল্লাহ তাআলা তাদের মাধ্যমেই নবী-রাসূলদের কাছে তার বানী বা বিধিব্যবস্থা প্রেরন করেন।
ইসলামের পরিভাষায় এই পদ্বতিকে ওহী বলা হয়। আল্লাহ প্রেরিত ওহী যাতে সর্বপ্রকার ভেজাল, সন্দেহ ও অনুমান হতে পবিত্র থেকে নবী-রাসূলগনের কাছে পৌছে, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ সে ব্যবস্হাই করেন। প্রথমত ফেরেশতাগন নিজেরাই আজ্ঞানুবর্তী ও সৎ স্বভাববিশিষ্ট, সর্ববিধ, মন্দ প্রবৃত্তি এবং স্বর্থপরতা থেকে মুক্ত পবিত্র। তারা সর্বদা সর্বাবস্হায় আল্লাহর ভয়ে ভীত এবং দ্বিধাহীনভাবে তার নির্দেশের অনুগত। এ কারনে তাদের মাধ্যমে যে পয়গাম পাঠানো হয় তাতে তারা কোন হ্রাস-বৃদ্বি করেন না এবং এরুপ কোন সম্ভাবনাও নেই।
দ্বিতীয়ত তারা এতখানি শক্তিমান যে, আল্লাহর বানী নবী-রাসূলদের নিকট পৌছাতে কোন শয়তানী শক্তি তাদের কাজে সামান্যতম বাধাও সৃষ্টি করতে পারেনা। এতদ্ব্যতীত ফেরেশতাদের আর একটি মর্যাদা কোরআন মজীদে বিধৃত রয়েছে। তা হল, তারা আল্লাহ তাআলার সম্রাজ্যের কর্মচারী। গোটা বিশ্ব-প্রকৃতির ব্যবস্হাপনা আল্লাহ তাআলা অতীতে যাদের দ্বারা সম্পাদন করেছেন এখন ও করে চলেছেন এবং ভবিষ্যতেও করতে থাকবেন, তারা হচ্ছেন ফেরেশতা। তাদের মাধ্যমেই তিনি যার যার উপর ইচ্ছা আযাব আর যার উপর ইচ্ছা রহমত নাযিল করেন, কাউকে জীবন দান করেন, কারো মৃত্যু ঘটান, কোথাও বৃষ্টি বর্ষন করেন, কোথাও দুর্ভিক্ষ নামিয়ে দেন।
তাদের একদল প্রতিটি মানুষের ক্রিয়াকর্ম, কথাবার্তা ও ধ্যান-ধারনা, প্রতিটি তৎপরতা পর্যন্ত রেকর্ড করে চলেছেন এবং প্রতিনিয়ত পর্যবেক্ষন করেছেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।