মাসের ১০ তারিখেই বড় ভাইয়ের মাইনের টাকা শেষ হয়ে গেছে ।
বাকি ২০টা দিন কিভাবে চলবে কিছুতেই বুঝে উঠতে পারছে না ।
চোখে অন্ধকার দেখছে ।
মায়ের ঔষধ ফুরিয়ে গেছে । দোকানে বাকি পড়েছে ।
ছোট্টবোন বায়না ধরেছে এবারের পহেলা বৈশাখে হলুদ শাড়ি কিনে দিতে হবে ।
টাকা নেই বলাতে গত পাঁচ দিন ধরে সে বড় ভাইয়ের সাথে কথা বলে না !
চাপা অভিমান!
ওর বান্ধবীরা সবাই এবার হলুদ শাড়ি পড়ে ঘুরবে ।
পান্তা ইলিশ খাবে ।
যাদের মৌলিক চাহিদাই পূরণ হয় না তাদের আবার পহেলা বৈশাখ!
পান্তা ইলিশ !
গরীবের আবার পহেলা বৈশাখ!
ঈদের দিন, পহেলা বৈশাখ সব দিনই তাদের কাছে সমান । আলাদা কোন গুরুত্ব নেই ।
কোন গুরুত্ব নেই ।
ছোট্টবোনদের একটা হলুদ শাড়ির স্বপ্ন কোনদিনই পূরণ হয় না ! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।