" বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে " ১.ধরুন এরশাদ,ইউনুস,খালেদা,হাসিনা চার ভাই-বোন(এখানে উচ্চতার উর্ধক্রম আকারে সাজানো)। তাদের উচ্চতার গড় 74 সেমি. (যদি তারা আফ্রিকার কোন খর্বকার জাতি হয়ে জন্মাত)। এদের মধ্যে এরশাদ খালেদার চেয়ে 2 সেমি লম্বা। আবার খালেদা হাসিনার চেয়ে ৬ সেমি লম্বা। তাহলে তাদের উচ্চতা বের করেন দেহি??
২.নিচের ধারাটিতে উপর ও নিচের লাইনের মাঝে একটা সম্পর্ক আছে সেটা বের করে x এর মান বের করুন।
63 09 38 33 32 12
88 25 16 18 15 x 05
৩.নিচের এই 3x5 matrix এ ১ থেকে ১৫ পর্যন্ত সংখাগুলোকে এমন ভাবে বসান যেন প্রতিটি কলামের যোগফল সমান এবং প্রতিটি সারির যোগফল সমান হয়।
(আমি এটার তিনটি উত্তর বের করেছি, আরো থাকতে পারে)
৪. সবচেয়ে কঠিন পাজল। । এক দেশে ইলিয়াস নামে এক ব্যাক্তি ছিল, যাকে এক নামে সবাই চিনত। সে একবার লুকোচুরি খেলা শুরু করল।
একবার যে লুকালো, দেশের পুলিশ, র্যা ব, সরকার, বিরোধীদল কেউ খুজে পেল না। সে সুধু একটা ক্লু রেখে গেছে, “কেউ হাসে, কেউ কাদে, কেউ বা ভান করে” এই কেউ বলতে আসলে সে কি বলতে চেয়েছে সেটা আজ রহস্য। এই রহস্যের ভেতরে আসল রহস্য কি???
Happy puzzling!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।