আমেরিকার নির্বাচনকে কেন্দ্র করে ৩১ অক্টোবর যায়যায়দিনের পক্ষ থেকে বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছিল। সেখানে এ লেখাটি ছাপা হয়েছিল।
কল্পনা করুন, ৪ নভেম্বর ২০০৮ তারিখে শান্তিপূর্ণভাবে আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হলো। হঠাৎ খবর এলো, ফ্লোরিডা রাজ্যের সিসিলি গ্রাম থেকে বেশ কয়েকটি ব্যালট বাক্স হারিয়ে গেছে। যেখানে রয়েছে ৫২১৯টি ব্যালট পেপার।
কীভাবে এটা হলো এ নিয়ে এফবিআই কর্মকর্তারা ব্যস্ত হয়ে পড়লেন। আমেরিকায় এটা হতে পারে না। ওদিকে বিভিন্ন স্টেটের ফলাফল গণনার কাজ চলতে থাকে পুরোদমে। দুদিন পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হলো, প্রেসিডেন্ট ইলেকশনের সব ভোটের হিসাবে দেখা যাচ্ছে, রিপাবলিকান পার্টির প্রসিডেন্ট প্রার্থী জন ম্যাককেইন এবং ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী বারাক ওবামা সমানসংখ্যক ভোট পেয়েছেন। এখন যদি হারিয়ে যাওয়া ব্যালট বাক্সগুলো পাওয়া যায় তবেই ফলাফলের চুড়ান্ত ঘোষণা দেয়া যাবে।
এ ব্যাপারে গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, আগামী এক মাসের মধ্যে যে করেই হোক তারা ব্যালট পেপারগুলোর খুঁজে আনবেন। তারা ব্যর্থ হলে পুনর্নির্বাচন হবে।
তখন পার্টির লিডারদের দুশ্চিন্তা বেড়ে যায়। তাহলে তাদের এতোদিনের পরিশ্রম কি পুরোটাই ভেস্তে যাবে? তারা যে যার মতো নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা-মোকদ্দমায় জড়িয়ে পড়লেন। রহস্যের জট খুললো ১৯ দিন পর।
এক কিশোর নির্বাচন কমিশন অফিসে ফোন করে জানালো, আমি পাহাড়ে বেড়াতে গিয়ে বেশ কিছু ব্যালট বাক্সের খোঁজ পেয়েছি। এর একটি খুলে বুঝলাম এগুলোই হলো প্রেসিডেন্ট ইলেকশনে হারিয়ে যাওয়া ব্যালট বাক্স। আমি সেদিন পুরো বিকালটা কাটিয়েছি এগুলো গণনার কাজে। আমি আপনাদের ফলাফলটা জানানোর জন্যই কল করেছি।
নির্বাচন কমিশনার তার কোনো কথাই শুনতে চাইছেন না।
শুধু বললেন, আপনি কোথায় বলুন?
বলবো যদি আপনি আমার একটি প্রশ্নের উত্তর দিতে পারেন। তিনি বিরক্তিভরে সম্মতি দিলেন।
ভোটের ফলাফলে প্রথম চারটি দলের মধ্যে যথাক্রমে ২২, ৩০ এবং ৭৬ ভোটের পার্থক্য রয়েছে। আর যিনি জিতেছেন তার নামের যোগফল হচ্ছে ৬৭। এখন আপনি বলুন বিজয়ী প্রার্থী কতো ভোট পেয়েছেন।
অঙ্ক কষে আপনি যদি সঠিক হিসাবটা দিতে পারেন, তবেই আমি আমার ঠিকানা জানাবো।
সমাধান
১৩৩৬, ১৩১৪, ১৩০৬, ১২৬৩ ভোট পেয়েছে। নামের ক্ষেত্রে ইংরেজি বর্ণমালাগুলোকে ধারাবাহিকভাবে যেমন- এ = ১, বি = ২, সি = ৩ এভাবে গণনা করে সেগুলোর যোগফল হিসাব করা হয়েছে। এ হিসাবে ফলাফল ৬৭ হয় Barack Obama -র ক্ষেত্রে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।