আমাদের কথা খুঁজে নিন

   

পাজল তো মিলছে!



এই সপ্তাহের বহুল আলোচিত ২৫শে ফেব্রুয়ারীর ঘটনাকে নিয়ে নানা লেখালেখি দেখলাম। পত্র-পত্রিকা, মিডিয়া সেসব স্থাণেও দেখলাম ভালোই কভার করছে খবরটাকে। বিডিআরের একাংশ হঠাৎ করে এমন একটা বিদ্রোহ কেন করল-এটাই এখন সবার প্রশ্ন? প্রশ্নটা আমারও। কিন্তু উত্তর খুঁজতে বেশী সময় লাগলো না, কারণ একটা সংবাদ সংস্থার মাধ্যমে এর একটা ধারণা পেলাম। জামায়াতের ইন্ধনেই নাকি এই ঘটানাটি ঘটানো হয়েছে।

পেছনকার নায়ক (নাকি ভিলেন?) ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী, ওরফে সাকা চৌধুরী। খবরটি সিএনএন-আইবিএনের মাধ্যমে বিডিনিউজ২৪.কম থেকে জানলাম। অনেকে এটি বিশ্বাস করছেন না, অনেকে বা এটিকে উদ্দেশ্যপ্রণোদিত বলেও আখ্যা দিচ্ছেন। খোদ জামায়াত এবং সাকা চৌধুরীও এর তীব্র বিরোধীতা করেছেন। কিন্তু কিছু কারণে কিন্তু এদের প্রতি সন্দেহটা বেড়ে যায়।

যুদ্ধাপরাধী ইস্যুটা নিয়ে দেশে যেরকম আলোড়ন চলছে তাতে জামায়াত নির্বাচনের পরে প্রায় কোণঠাসা হয়ে পড়েছে। ক্ষমতাসীন দলও যুদ্ধাপরাধীদের পাকড়ানো শুরু করেছে ইতিমধ্যে। এমতাবস্থায় জামায়াত নিশ্চয়ই পথ খুঁজবে নিজেদের বিনাশ থেকে রক্ষা করতে। আর তা করতে একটা মিলিটারী ঝামেলা লাগিয়ে (পূর্বের ইতিহাসগুলোর মতো) দেশ থেকে হয়তবা আইন-শৃঙ্খলা নষ্ট করে সরকারের মনযোগ অন্যদিকে নিয়ে যাবে অথবা সরকারকে এই সমস্যা সামলাতে না পেরেছে অজুহাতে উৎখাত করার একটা চেষ্টা করবে। আর সেটাতে সাকা চৌধুরীর হাত থাকার কারণ আরো বেশী আসে কারণ বিএনপির একজন প্রথমসারির নেতা ইনি যাকে দেশের অনেক পাবলিকই যুদ্ধাপরাধী হিসেবে জানে।

লক্ষ্যে কতটা সফল হতে পেরেছে তা খতিয়ে দেখতে হবে। কিন্তু প্রাথমিক তদন্ত ছাড়া কোনো কিছুই সুস্পষ্ট করে বলা যাবে না। আর একটা বিষয়ও আমার মাথায় ঘোরপাক খাচ্ছিল যে, একটা বাহিনী তাদের অধিকার, ন্যায্য প্রাপ্যের দাবীতে কি কখনো এমনকরে পরিকল্পিতভাবে হত্যাকান্ড চালাবে, এমনকি কিছু নিরপেক্ষ মানুষের উপরেও। ক্ষোভ যদি তাদের থেকেই থাকে তাহলে তো আর্মিদের ওপরে থাকবে। এর সাথে আজ আরো জানতে পারলাম বাংলাভিশনের খবরে যে, সেসময় একটি ধূসর রঙের গাড়িতে করে কারা যেন এসে মদদ/উসকে দিয়েছিল বিডিআরের লোকদের।

কারা ছিল এরা? এদের নাকি কোনো ইউনিফর্মও ছিল না। সাধারণ বিডিআর বাহিনীর লোক না হলে কারা ছিল এইসব লোকজন? এই সকল প্রশ্নের উত্তরে তো সেই একই উত্তর আমি খুঁজে পাই। ছকটা মিলিয়ে দেখলে সিএনএন-আইবিএনের খবরের সত্যতা একেবারে মিলে যাচ্ছে। তবে হ্যাঁ, সুষ্ঠু তদন্ত করে এর পেছনে যারা ছিল (যদি সংসদ সদস্যও হয়) তাদের সকলের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেটাই চাইব। পাঠক কি মনে করেন? আমার অনুমানের সাথে কি আপনি একমত? না হলে, আপনার যুক্তিগুলোও উপস্থাপণ করবেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.