ভাঙ্গতে পারবে না আমি ভঙ্গুর নই। ছুঁতে পারবে না কভু যদি ক্ষিপ্র হই।
এক ডজন (১২ টা) ক্রিকেট বল কেনা হলো, ছেলেদের প্রাকটিস ম্যাচ খেলার জন্য। কিন্তু বাংলাদেশে সব জিনিষে ভেজাল (ইদানিং নাকি প্রেম পিরিতির ক্ষেত্রেও ভেজাল শুরু হয়েছে), ফলে ১২ টা বলের মধ্যে একটা আছে নকল বল। এখন ১২ টা বল থেকে ১১ টা বল একেকটা করে ১১ টা টিম কে দিতে হবে তারা প্রাকটিস করবে।
কোনটি নকল বাইরে থেকে বোঝার উপায় নেই, তবে ওজন ভিন্ন, হালকা ও হতে পারে আবার ভারী ও হতে পারে। নকল বলটি বের করতে হবে। কারণ নকল বলটি তামিম ইকবালের ধুলাই খেয়ে ফেঁটে চৌচির হয়ে মাঠের ফিল্ডারদের এমনকি আ্যম্পায়ারদের মাথায় লেগে (রমর লম্বার মত) লাশ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। এই রিস্ক কে নিতে চায় বলুন? তার চেয়ে ভাল নকল বলটি কোনো দলের ভাগে না পড়ে সেটা আগে ভাগে নিশ্চিত করা। একটা নিক্তি/পাল্লা দেয়া হয়েছে আপনাকে, নিক্তিটি মাত্র ৩ বার ব্যবহার করতে পারবেন।
কারণ চতুর্থবার ব্যবহারের জন্য যে সময় দরকার তার আগেই আপনাকে খেলোয়াড়দের হাতে বল দিয়ে দিতে হবে।
কোন বলটি নকল? ভারী না হালকা?
সমাধানের সুবিধার জন্য বলগুলোকে ১ থেকে ১২ পর্যন্ত নাম্বারিং করে নিতে পারেন।
বি.দ্র.: পাজলটি আগেও একবার দিছিলাম, কিন্তু কোনো সাড়া না পেয়ে আবার পোষ্টাইলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।