শান্তির জন্য সংগ্রামী আব্দুল মতিন মানে ভাষা মতিনের একটি ঘটনা এরকম... ১৯৪৯ সালে পাকিস্থান সিভিল সারভিসের পরীক্ষায় তিনি অংশ নিয়েছিলেন। প্রথম পরীক্ষা ছিল ৩০০ নম্বরের ইংরেজি, তারমধ্যে একটি রচনার জন্যই ছিল ২৫০ নম্বর। সম্ভবত ২০টি রচনার মধ্যে যেকোন একটি লিখতে হতো। সেও যথারীতি আনকমন বিবেচনায় The Cult of superman নামক রচনাটি লিখেছেন। তার ধারনা ছিল Cult হয়ত Culture এর অপভ্রংশ হবে, সেই মতেই লিখলেন। কিন্তু পরীক্ষার পরে আবাসস্থলে গিয়ে অভিধান দেখেতো মথাই নস্ট... Cult of Superman মানে The Hero Worship. এমন মহাভুল করায় এর পরে আর পরীক্ষাই দেননি। কিন্তু আশ্চরয ব্যপার হলো সেই ইংরেজি পরীক্ষায় তো বটেই অন্যান্য পরীক্ষায় অংশ না নিয়েও লিখিত পরীক্ষায় পাশ করেছিল... হা হা হা হা বি দ্রঃ এটা তার লিখিত গ্রন্থে তিনিই লিখেছেন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।