আমাদের কথা খুঁজে নিন

   

কতটা দূরে থাকলে নিরাপদ থাকা যায়?

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল... সে দিন বাড়ী ফিরছিলাম, পথে পুলিশ রিক্সাটা থামিয়ে নামতে বলল। মিনিট দশেক নিবিড় তল্লাশী চালাতে চালাতে ব্যাকপ্যাক খুলতে বলল। ক্যামেরা ও আনুসাঙ্গিক সরঞ্জাম দেখে জিজ্ঞেস করল কি করেন সাংবাদিক? আমি বলি, ফিল্ম মেকার প্রামাণ্যচিত্র বানাই। বলে কার্ড দেখান। আমি বলি আমার তো কোন কার্ড নেই। তখন দুজন মিলে আমাকে বলে বসে এই ক্যামেরা যে আপনার তা বিশ্বাস করি কি করে, আপনিতো এই ব্যাগ চুরি করেও আনতে পারেন। আমার মুখ দিয়ে আর কথা বের হয় না রাগে, দুঃখে, অপমানে দিশেহারা লাগতে থাকে আমার। ...কাল বিকেলে একটি মেয়েকে পুলিশ তার বাবা/মা এর সামনে থেকে ধরে নিয়ে শ্লীলতাহানি করল এবং গলার চেইন খুলে নিয়ে বলল, এই চেইন যে তোর তার প্রমাণ কি? বাংলাদেশের এক মন্ত্রী বললেন, সাংবাদিকরা যেন পুলিশের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাফেরা করেন। জানি না দিনে দিনে বাংলাদেশটা কোন অন্ধকারের দিকে হাঁটতে শুরু করেছে!!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.