বিশ্বের নিপীরিত মানুষের শত্রু একটাই এবং তদের ধরন একই, এরা রয়েছে অনেক দূরে। এই শত্রুরা রয়েছে যেখানে থেকে পুঁজিবাদী এলিটদের জন্ম, যেখান থেকে এরা সরকার প্রধানদের ব্যাবহার করে তাদের শক্তি প্রেরণ করে, আর ঐ সরকাররা তাদের তাঁবেদারি করে লাভবান হয়। নারী পুরুষের যে তফাত তা কেবল দৈহিক নয় মানসিকও বটে। মানে মনের দিক থেকে কে কতটা নারী বা পুরুষ তা যাচাই করা সম্ভব কি? ‘ব্রেন সেক্স’ নামের বইয়ে মানস গঠন যাচাইয়ের একটি উপায় দিয়েছেন বইটির দুজন লেখক আনি মেয়ার এবং ডেভিড জোসেল। নারী বা পরুষের মাঝে পুরুষালি বা মেয়েলি প্রকৃতির নির্ভর করছে মস্তিষ্কের গঠনের ওপর।
অর্থাৎ মস্তষ্ক কতটা পুরুষ বা নারী ভাবাপন্ন তার ওপর ভিত্তি করে গঠিত হয় আমদের মানসলোক। একজন অসাধারণ সুন্দরী নারীর মধ্যেও পুরুষ মানুষের খোঁজ পাওয়া যেতে পারে। মাতৃজঠরে থাকার পর্যায়ে পুরুষ হরমনের উপস্থিতি বা অনুপস্থিতিই মগজের গঠন কী হবে মেয়েলি নাকি পুরুষালি তা নির্ধারন করে থাকে বলে এই বইয়ের লেখকদ্বয় অনুমান করে
এবার আসুন আমরা নিজেদের মানসগঠন যাচাই এর কাজটি করি কোন প্রস্তুতির প্রয়োজন নেই, পেন্সিল আর এক টুকরো কাগজ হলেই চলবে।
১. অস্পষ্ট ‘মেঁয়াও-মেঁইয়াও’ বিড়ালের দাক শুনতে পেলেন। তারপর আর পেলেন না।
কোন খোঁজা-খুজি না করে কতটা নির্ভুল ভাবে বলেতে পারবেন কোথায় আছে বিড়ালটি?
(ক) ভেবে ভেবে বলতে পারবেন কোথায় বিড়ালটি আছে।
(খ) সরাসরি বিড়ালের অবস্থানের কথা বলতে পারবেন।
(গ) বিড়ালটি কোথায় রয়েছে তা আপনার জানা নেই।
২. এই মাত্র যে গানটি শুনলেন তা মনে করার ক্ষেত্রে আপনি কতোটা পারদর্শী?
(ক) কাজটা সহজ। গানের কথাগুলো খানিকটা সুরে গেয়ে উঠতে পারবেন।
(খ) গানটি সরল ছন্দবদ্ধ হলেই আপনি তা পারবেন।
(গ) কাজটি আপনার জন্য কষ্টকর
৩. টেলিফোনে লোকটির সাথে কয়েক দফা আলাপ হয়েছে। এখন লোকটি ফোনে নিজের পরিচয় দেয়ার আগেই গলা শুনে কয়েক সেকেন্ডের মধ্যে তাকে চিনতে পারা আপনার জন্য কতাটা সহজ হবে?
(ক) কাজটা একবারেই সোজা
(খ) অন্ততো প্রতি দু’বারে একবার কন্ঠস্বর শুনে তাকে চিন্তে পেরেছেন। ।
(গ) তার চেয়েও কম সময়ে চিনতে পেরেছেন।
৪. একদল বিবাহিত বন্ধু-বান্ধবের সাথে রয়েছেন। এদের মাঝে দুজনের মাঝে গুপ্ত সম্পর্ক রয়েছে। এরকম হলে আপনি কি তাদের সম্পর্ক ধরতে পারবেন?
(ক) বেশির ভাগ ক্ষেত্রেই পারবেন।
(খ) আধা-আধি ক্ষেত্রে পারবেন।
(গ) মাঝে মাঝে পারবেন।
৫. বড়সড় সামজিক সমাবেশে যোগ দিয়েছেন। পাঁচজন অপরিচিতের সাথে আপনার পরিচয় করিয়ে দেওয়া হলো। পরদিন তাদের নাম বলা হলে চেহারা মনে করতে পারবেন?
(ক) বেশিরভাগ চেহারা মনে করতে পারবেন
(খ) কয়েক জনেরটা পারবেন
(গ) কারও কারওটা পারবেন
৬. স্কুলের প্রাথমিক দিবগুলোতে বানান করা ও রচনা লেখা পানার কন্য কতটা সহজ ছিলো?
(ক) দুটোই সহজ ছিলো।
(খ) একটা সহজ ছিলো
(গ) কোনটাই সহজ ছিলোনা।
৭. গাড়ি পার্ক করার জায়গা পেয়েছেন, কিন্তু সেখানে গাড়ি রাখতে হলে পেছন মুখো হয়ে ঢুকতে হবে।
দু’পাশে খুব কম জায়গা থাকায় কাজটা বেশ কঠিনও হবে। এ ক্ষেত্রে কি করবেন?
(ক) আরেক জায়গার খোঁজ করবেন।
(খ) পেছন-মুখো হয়েই ঢুকবেন-সতর্কভবে।
(গ) চিন্তা ভাবনা না করে গাড়ি পেছন-মুখো করেই ঢুকানোর কাজে লেগে পরবেন।
৮. আপরিচিত গ্রামে তিন দিন কাটানোর পর উত্তর দিক কোনটা জানতে চাইলে বলতে পারবেন কি?
(ক) বলতে পারবেন বলে মনে হয়।
(খ) কয়েক মুহুর্ত ভেবে সঠিক জবাবটি দিতে পারবেন।
(গ) সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবেন কোনটা উত্তর দিক।
৯. দাঁতের ডাক্তারের ওয়েটিং রুমে অপেক্ষা করছেন। আরও জনা-ছয়েক মানুষ রয়েছেন সবাই আপনার লিঙ্গভুক্ত। কোন রকম অস্বস্তি বোধ না করেই কারও কতটা কাছাকাছি বসতে পারবেন?
(ক) ছয় ইঞ্চির চেয়েও কম।
(খ) ছয় ইঞ্চি থেকে ২ ফুটের মধ্যে।
(গ) দু’ফুটের চেয়ে বেশি।
১০. পড়শী নতুন এসেছেন। তার সাথে দেখা করতে গিয়ে আলাপ করছেন। কোথাও থেকে খোলা ট্যাপে পানি পড়ার শব্দ শোনা যাচ্ছে।
এ অবস্থায় আপনি কি করবেন?
(ক) পানি পড়ার শব্দ সাথে সাথে আপনার কানে যাবে তবে এড়িয়ে চেষ্টা করবেন।
(খ) ব্যাপারটা সুন্তে পেলে আপনি সে ব্যাপারে কথা বলবেন।
(গ) এ নিয়ে মাথা ঘামাবেন না।
ফলাফলঃ
আপনি পুরুষ হলে নিম্নক্ত বর্ণগুলোতে নাম্বার দেবেন এভাবে
(ক) +১০
(খ)+৫
(গ)-১০
আপনি নারী হলে নিম্নক্ত বর্ণগুলোতে নাম্বার দেবেন এভাবে
(ক)+১৫
(খ)+৫
(গ)-৫
কোন প্রশ্নের জবাব না দেওয়া হলে সেজন্য পাবেন ৫ নাম্বার।
বেশির ভাগ পুরুষ ০ থেকে ৬০ নম্বর অর্জন করবেন।
বেশির ভাগ নারী এক্ষেত্রে ৫০-১০০ পাবেন।
৫০-৬০ এর মধ্যে নম্বর পেলে বুঝতে হবে আপনার উভয়-লিঙ্গের গুনাবলী আছে।
কোন পুরুষ যদি ০ এর কম পান এবং কোন নারী যদি ১০০ এর উপরে যান তাহলে বুঝতে হবে বীপরীত লিঙ্গের তুলনায় তার মগজের গঠন একেবারে ভিন্ন।
কোন পুরুষ যদি ৬০-এর কম পান তাহলে তার মস্তিষ্ক নারী ভাবাপন্ন বলে ধরে নিতে হবে। যেসব নারীরা ৫০-এর কম পান তাদের মস্তিষ্ক পুরুষ ভাবাপন্ন বলে ধরে নেওয়া যায়।
তবে এ যাচাই কেবল মাত্র গড়পড়তা হিসাবের ভিত্তিতে। ৬০-এর ওপর নম্বর পাওয়া সত্বেও একজন পুরুষের মস্তিষ্ক পুরুষালি হতে পারে। একজন নারীর ক্ষেত্রেও এমন কথা খাটে-৫০-এর নিচে নাম্বার পাওয়া সত্বেও তার মস্তিষ্ক খাঁটি নারীর।
নারী-পুরুষের পার্থক্যের বিষয়টি আসলে অনেক গভীর। এমন সরল পরীক্ষা দিয়ে তা সব সময় যাচাই করা সম্ভব নয়।
[সূত্রঃ রহস্য পত্রিকা]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।