আমি অবশ্যই সঠিক পথে হেঁটেছি, যে পথে আমি শত সহস্র মানুষের পেছনে হেঁটেছি। কতটা সুখ হলে! মানুষ বাঁচতে পারে? কতটা দূঃখ হলে! মানুষ মরে যায়? তা আমার, জানা নাই৷ শুধু বলতে পারি, পাখির কিচির-মিচির, যখন কানে লাগে। নদীর কলকল ধারা, যখন চোখে ছলছলায়। প্রকৃতির স্তব্ধতা, যখন হৃদয় কুড়ে খায়। পৃথীবির মায়া, যখন নীজেকে ছেড়ে যায়। ভালোবাসা__! যখন তুচ্ছ হয়। তখনই মানুষের মরন হয়৷
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।