আমাদের কথা খুঁজে নিন

   

কতটা পথ পেরুলে তবে পথিক বলা যায়!! আরো কতটা ৪০ পেরুলে বলো স্বপ্ন সত্যি হবে!!

স্বাধীনতা লাভের ৪০ বছরের মধ্যে পৃথিবীর অনেক দেশ ই আজ উন্নতির চরম শিখরে পৌছে গেছে। কিন্তু এতো দিনে আমাদেরও উচিত ছিলো উন্নতির চরম শিখরে পৌছোতে না পারলেও অন্তত খেয়ে পড়ে একটো আরাম করে রাতে ঘুমাতে যাবার। এই আরামটা আপনি আর করতে পারছেন না যখন মনে মনে ভাববেন কাল হরতালের জন্য আপনার দোকানটা খুলতে পারছেন না কিংবা বাজারের দ্রব্যমূল্যের উর্ধগতিতে সকালে হাজার টাকার বাজার করতে হবে অথচ মাস শেষে মাইনা পেতে মেলা বাকি এই ভেবে। এইতো গেলো দেশের ভেতরের জনতার কথা। সব চেয়ে কষ্ট লাগে যেসব বাংলাদেশি ইউরোপ আমেরিকাতে থাকে তাদেরকে যখন কেও বলে ও ইয়েস ইয়েস আই নৌ ইউর কান্ট্রি, ইটস ভেরি পৌর।

অথচ এমন অনেক ইউরোপিয়ান আছে যারা বাঙালির চেয়েও কম বেতনে কাজ করে খায় কিন্তু তার পরেও তারা ইউরোপিয়ান। উন্নত দেশের নাগরিক!!! দেশের উন্নয়নে যে জিনিষ গুলো আজ আমাদের খুব প্রয়োজন বলে আমি মনে করি। ১. রাজনৈতিক এবং সরকারি আমলা,কর্মকর্তাদের সৎ এবং দেশপ্রেমিক। ২.আইনের শাষনের সুষম প্রয়োগ এবং দূর্নীতি প্রতিরোধ। ৩. দেশের বিৎদুত এবং জ্বালানি ক্ষেত্রে সয়ংসম্পূর্নতা।

৪.বিশ্ব শ্রম বাজারে বাংলাদেশের দক্ষ শ্রমিক অধিক হারে নিয়োগ। ৫.পোষাক এবং অন্যান্য রপ্তানি শিল্পের প্রতি অগ্রাধিকার ভিত্তিক সরকারি পৃষ্ঠপোশকতা। ৬.প্রাতিষ্ঠানিক এবং কারিগরি শিক্ষার হার বাড়ানো। ৭. প্রযুক্তির সর্বব্যাপি ব্যবহার। ৮. সরকারি ভর্তুকি প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করে তুলা।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি !! কিন্তু কিভাবে!!আমরা নিজেদের দায়িত্ব্য ভূলে গিয়ে শুধু একে অপরের সমালোচনা করেই?? এখনো কি আমাদের সময় আসেনি হাতে হাত রেখে সামনে এগিয়ে যাবার?? আর কতোটা ৪০ পার করতে হবে??? কতটা পথ পেরুলে তবে পথিক বলা যায় কতটা পথ পেরুলে পাখি জেরুবে তার ডানায় কতোটা অপচয়ের পর মানুষ চেনা যায়। প্রশ্ন গুলো সহজ আর উত্তর ওতো জানা কত বছর পাহার বাঁচে ভেঙে যাবার আগে কতো বছর মানুষ বাঁচে পায়ে শেকল পরে  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.