আমাদের কথা খুঁজে নিন

   

যারা ধর্ম রক্ষার কথা বলছেন, তারা কতটা ধর্ম মানেন?? ব্লগের উপর নগ্নথাবা কতটা যুক্তিযুক্ত?

সত্য একদিন প্রকাশ পাবেই, আমি না করলে আপনি করবেন, না হলে আরেকজন করবে। প্রকাশ হবেই আমার পূর্বের লেখাতে নাস্তিকের শাস্তির দাবি করেছি। কিন্তু অবস্থাদৃষ্টে আমি নিজেই নাস্তিক হয়ে গেছি(খালেদা জিয়ার শাহবাগীয় থিওরীতে)। আপনি যদি মুসলিম হন, যদি সত্যি ইসলামকে ভালবাসেন, যদি হাদিস অনুসারে সত্য মেনে নেওয়ার মানুষীকতা থাকে, তবে আমার লেখা পড়ুন। আর যদি অন্ধ জামাতি কিংবা অন্ধ দলের অনুসারী হন তাহলে দূরে থাকুন।

কারন ইহা আপনার জন্য ব্যাপক চুলকানীর কারন হবে। ধুরু আজাইরা প্যাচাল বাদ দিয়ে মুল লেখাতে যাইঃ আজ অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, যে ইসলামের দোহাই দিয়ে তারা আস্তিক-নাস্তিক খেলা খেলছে, তারা নিজেরাই সেই ইসলাম মেনে চলে না। কারনঃ ১,শাহবাগের আন্দোলনের সমর্থন শুরু থেকেই করে আসছিলাম। এখনও আন্দোলনের উদ্দেশ্যকে সমর্থন করি{যদিও অনেক বিষয়ে এখন আর একমত নই} কারন রাজনৈতিক দলের মত ভোট বানিজ্য নাই। এটাতো পরিস্কার যে, সরকার রাজনৈতিক কারনে শাহবাগের আন্দোলনকে সমর্থন করেছে।

এখন যেই দেখছে, বিএনপি হেফাজতে ইসলামকে সমর্থন দিয়ে জামাত ও অন্যান্য ইসলামী দলের সমর্থন আদায় করছে, তখনই হেফাজতে ইসলামের দাবির কাছে হার মেনে সমগ্র ব্লগ জগতের উপর নগ্নহস্তক্ষেপ করছে। সত্যি অদ্ভুদ এই ভোটের রাজনীতি!! সেলুলোকাস!! যখন ব্লগাররা আন্দোলন করল তখন কত বাহবা। যেই তাদের নাস্তিক সাব্যস্ত করল তখনি সবার পিছুটান। একবার ভেবেও দেখল না, কথাটির যথার্থতা কতটুকু, কয়জনই বা নাস্তিক? আরে আরিফ, আসিফ, পিয়ালরা যেমন আছে, তেমনি হাজার হাজার ব্লগার আছে যারা তাদের বিরোধীতা করে। যদি তাই না থাকত তবে আমার দেশ নামক পত্রিকার সম্পাদক উত্তরা কেলেংকারীর নায়ক মাহমুদুর রাহমান ৪/৫জনের তালিকা না দিয়ে ২লাখ ৫৮হাজার ব্লগারের তালিকাই দিত।

বেটা খুব ভাল করেই জানে, যে ব্লগে নাস্তিকের সংখ্যা কতজন। তারপরেও রাজনৈতিক স্বার্থে এই অপপ্রচার চালিয়েছে শুধু ক্ষমতার লোভ আর খালেদা জিয়ার আস্থালাভের আশায়। আরও একটা লাভ হয়েছে পত্রিকা বিক্রি বেড়ে গেছে, বারতি আয় হিসেবে। আর সরকার বুঝতে পেরেছে যে ব্লগ থেকে ৩/৪ঘন্টার ব্যবধানে এত বড় আন্দোলন হল, সেই ব্লগ থেকে যে সরকারের ভ্রান্ত নীতির বিরোদ্ধে আন্দোলন হবে না, তার গ্যারান্টি নাই। তাই ব্লগেই থাবা বসাও, অঙ্কুরেই বিনষ্ট করে দাও।

তাতে সরকার আর বিরোধী দল উভয়েরই লাভ। কেননা তারাও একদিন সরকার গঠন করতে পারে। তাদেরও একই পরিনতি হতে পারে। তাই তারাও এর বিরোধীতা করছে না। আপনি বলুন, যারা রাজনীতি বা ভোটের জন্য ইসলাম ধর্মকে ব্যবহার করে, তারা কত বড় ইসলামের সেবক? সরকার যদি হেফাজতে ইসলামের দাবির কাছে ব্লগ, ব্লগারদের উপর নগ্নদৃষ্টি বন্ধ না করে, তবে ইসলামের কি উপকার হবে আমাকে কেউ জানাবেন।

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ব্লগ বন্ধ করলেই নাস্তিকের অবসান হবে। কিন্তু এটা অলিক কল্পনা ছাড়া কিছুই না। কারন ব্লগ বন্ধ হলে এরা ফেবুতে যাবে, তারপর ইয়াহু,গুগল প্লাসে যাবে। সরকার কি পারবে ঐ সাইটগুলোকে বন্ধ করতে?? ২, ইসলামে স্পষ্টভাবে নারী নেতৃত্ব বিরোধী। নারীদের মর্যাদার আসনে বসালেও নারী-নেতৃত্বকে স্বীকার করা হয়নি।

তাহলে খালেদা-হাসিনা কিভাবে, কোন ইসলামের আইনে জাতির নেতৃত্ব দেয়?? জামাত কিভাবে, কোন ইসলামের খাতিরে বিএনপির সাথে খালেদা জিয়ার নেতৃত্ব রাজনীতি করে? এটা ইসলামের খাতিরে নয়, ক্ষমতা পাওয়ার লোভ। আর ইসলামে লোভ করা হারাম। ৩, খালেদা জিয়ার শাহবাগীয় থিওরীতে, যারা শাহবাগে গিয়েছেন তারা নাস্তিক, ব্লগার রা নাস্তিক। কিন্তু হাদিস শরীফে বলা আছেঃ قال المستبان ماقالا فعلى البادى مالم يعتد المظلوم- رواه مسلم :[হযরত আবু যার(রা) থেকে বর্নিত] রাসুল সা. বলেছেন, যে ব্যাক্তি কাউকে কাফের বলে ডাকে অথবা আল্লাহর শত্রু বলে, অথচ ( যাকে কাফের ও আল্লাহ তাআলার শত্রু বলা হচ্ছে) সে তা নয়, তখন তার কথা নিজের দিকে ফিরবে। বুখারী ও মুসলিম , মিশকাতঃ৪৬০৬ অধ্যায়ঃজিহ্বার সংযম,গীবতগাল-মন্দ প্রসঙ্গে।

হযরত আব্দুল্লাহ বিন ওমর (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেছেন-যে ব্যক্তি তার অপর কোন ভাইকে কাফের বলে, তাহলে তা উভয়ের যেকোন একজনের দিকে ফিরবে। যদি সে যেমন বলেছে বাস্তবে তা’ই হয়, তাহলেতো ঠিক আছে, নতুবা উক্ত বিষয়টি যে বলেছে তার দিকেই ফিরে আসবে। {সহীহ মুসলিম, হাদীস নং-২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-২৫০, মুসনাদে আহমাদ, হাদীস নং-৫০৩৫, মুসনাদে আবী আওয়ানা, হাদীস নং-৫৪, শুয়াবুল ঈমান, হাদীস নং-৬২৩৭}। যেহেতু খালেদা অন্তঃজামী নয়, সে কিভাবে জানে যে আমি নাস্তিক? শাহবাগের সবাই নাস্তিক? ব্লগাররা নাস্তিক? উক্ত হাদিস অনুসারে কে নাস্তিক হয়?? আপনি মুসলিম হলে উত্তরটি বুঝে নিবেন।

৩, ইসলামে ঘুষ-চুরি ইত্যাদিকে হারাম করা হয়েছে। হাদিসে বলা আছেঃ মুহাম্মদ ইবন মুসান্না (র)—ইবন আব্বাস (রা)থেকে বর্নিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন, মু’মিন হিসেবে বহাল থাকা অবস্থায় কোন ব্যক্তি ব্যভিচারে লিপ্ত হয় না। মু’মিন থাকা অবস্থায় কোন চোর চুরি করে না। মু’মিন থাকা অবস্থায় কেউ কাউকে হত্যা করে না।

ইকরামা (র) বলেন, আমি ইবনে আব্বাস(রা)কে জিজ্ঞেস করলাম, তার ইমান কিভাবে ছিনিয়ে নেওয়া হয়? তিনি বললেন ঃ এভাবে। আর অঙ্গুলীগুলি পরস্পর জড়ালেন, এরপর অঙ্গুলী বের করলেন। যদি সে তওবা করে তবে পুর্ববত এভাবে ফিরে আসে। এ বলে তিনি অঙ্গুলীগুলি পুনরায় পরস্পর জড়ালেন। সহিহ বুখারী ১০ম খন্ড ৬৩৫৩ অথচ হাসিনার নামে মিগ২৯ এর দুর্নীতি মামলা, খালেদার নামে গ্যাটকো দুর্নীতির মামলা।

তারা কত ইসলাম প্রেমী! কত ইসলাম মেনে চলেন? আর জামাতের কথা আলাদা করে কি বলব? এই হাদিস এই বলা আছে, “মু’মিন থাকা অবস্থায় কেউ কাউকে হত্যা করে না” অথচ তারা কত মু’মিন! যে হাদিস অমান্য করে মানুষ হত্যার রাজনীতি করে। তারা কত ইসলাম প্রেমী?? ৪, ইসলামে পর্দাপ্রথার কথা বলা আছে। কোন মহিলা তার কাজের প্রয়োজনে মুখমন্ডল ব্যতিত শরীরের অন্যান্য অংশ ঢেকে রাখতে হবে। পবিত্র কুর-আন পাকে বলা আছেঃ হে নবী একইভাবে, তুমি মু’মিন নারীদের বলো, তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে রাখে, তাদের লজ্জাস্থান সমুহকে হেফাযত করে, তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন করে না বেড়ায়……………তারা চলার সময় যমীনের ওপর তারা যেন এমনভাবে পা না রাখে যে সৌন্দর্য তারা গোপন করে রেখেছিলো তা পায়ের আওয়াজে লোকদের কাছে জানাজানি হয়ে যায়। সুরা আন-নুর আয়াত ৩১ অথচ আমাদের প্রিয় নেত্রীগন যা করেন তাকে কি পর্দা বলা যায়? কয়েকদিন আগে টিভিতে দেখলাম, খালেদা জিয়া চেয়ারে বসা, আর তার পায়ের কাছে আলেমগন বসা।

ঐ অবস্থায় তিনি দোয়া করছেন নাস্তিকদের ধ্বংশের। কিন্তু প্রকৃত নাস্তিক কে, তা এতক্ষনে নিশ্চয় আপনার জানা হয়ে গেছে। আর সায়দী সাহেবের ময়না পাখি থাকে কি করে? তিনি নাকি ইসলামিক চিন্তাবিদ(শিবিরের মতে), তাহলে তিনি কি জানেন না, বেগানা নারীর সাথে সম্পর্ক রাখা হারাম? জিনা করা শ্বাস্তি কি তার অজানা?? পবিত্র কোর-আন পাকে বলা হয়েছেঃ হে নবী, তুমি মু’মিন পুরুষদের বলো। তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী অ সংযত রাখে এবং তাদের লজ্জাস্থান সমুহকে হেফাযত করে, এটাই তাদের জন্য উত্তম পন্থা কেননা তারা (চোখ ও লজ্জাস্থান দিয়ে) যা করে, আল্লাহ তায়ালা সে সম্পর্কে পুর্নাংগভাবে অবহিত রয়েছেন। -সুরা আন-নুর আয়াত ৩০ উপরের আলোচনার পরও কি বলবেন যে, তারা ইসলামের সেবক? যারা প্রকাশ্যে ইসলামের আইন অমান্য করে, তাদের মুখে ধর্মীয় মহান বানী শোভা পায় না।

৫, এইসব মানুষ ধর্মকে শুধু ব্যবহার করতে জানে, ধর্ম চর্চা করতে জানে না। কিছু মানুষ ধর্মের অপব্যাখা দিয়ে নিজেদের মহামানব বানানোর কায়দা করছেন। তারে নাকি চাদে দেখা যায়(নাউযুবিল্লাহ)। এটাতো সহিহ আল বুখারী ২.১৬৮ এ, বর্ণনা করেছেন মুঘীরা বিন সোভা। হাদিসটির বাংলা অর্থ করলে মোটামোটি এরকম দাঁড়ায় > " যেদিন নবী(সঃ) এর পুত্র ইব্রাহিম (রাঃ) ইন্তেকাল করেন, সেদিন সূর্যগ্রহন হয়।

তখন লোকজন বলাবলি করতে থাকে যে, সূর্যগ্রহনটি ইব্রাহিম(রা) এর মৃত্যুর জন্য হয়েছে। নবী করিম (সাঃ) বলেন যে, সূর্য ও চন্দ্র আল্লাহ-তালার নিদর্শনের মধ্যে দুটি নিদর্শন যা কারো জন্ম বা মৃত্যুর জন্য গ্রহন হয় না। অতএব যখন তুমি তা দেখবে তখন আল্লাহকে স্বরন করবে এবং প্রার্থনা করবে, যতক্ষন পর্যন্ত তা শেষ না হয়। । " এখন তোমরা বলো, যে সূর্যের বা চন্দ্রের গ্রহন নবী(সাঃ) এর পুত্রের জন্য হয় না।

স্বয়ং নবী(সাঃ) বলেছেন, চন্দ্র ও সুর্য আল্লাহর নিদর্শন, তা কোন ্ব্যক্তির জন্ম ও মৃত্যুর জন্য হয় না, সেখানে সায়দী কি এমন মহামানব যে তার ছবি চাদে দেখা যাবে??? সায়দী কি ইব্রাহিম(রা) এর থেকেও উচ্চতর কেউ??? কাজেই আমার কাছে মনে হয়, চোরের কাছে মুরগী বর্গা রাখা যেমন, এদের দারা ধর্মের উন্নতিও তেমন। কাজেই বোকার স্বর্গে বাস করার কোন মানে হয় না। এখন দেখছি এরাই ধর্ম রক্ষার নামে আন্দোলন করছে বা তাদের সমর্থন করছে। সত্যি সেলুলোকাস!! অনেকটা ছাগল দিয়ে ধান ভানার মত। আসিফ সহ অন্যান্য সকল ধর্ম বিদ্বেষীর শাস্তি হোক তা অবশ্যি চাই।

তবে বিচারের নামে অশ্বডিম্ব চাই না। আর ধর্ম রক্ষার নামে ব্লগের উপর নগ্নথাবা চাই না। আল্লাহ তায়ালা আমাকে ও আপনাকে হেদায়েত দান করুন। ধন্যবাদ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.