আমাদের কথা খুঁজে নিন

   

কতটা শিশু মরলে মানবে তুমি শেষে, কতটা জুতা পড়লে গদি ছাড়বে তুমি শেষে????????

অনেক হাসি-কান্না মিথ্যা হতে পারে কিন্তু প্রতিটি দীর্ঘশ্বস'ই সত্য।
বহুল প্রচারিত সেই চোরের অপমান বোধের গল্পটা আজ খুব মনে পড়ছে ... এক চোরকে বিধ্বস্থ অবস্থায় দেখে অন্য সহযোগী চোর : কি রে তোর এই অবস্থা কেন ? চোর : আর বলিস না গেল হাটে চুরি করতে গিয়া ধরা পড়েছিলাম, তবে এ যাত্রায় বেঁচে গেছি। হাটের লোকজন যে এত বোকা ভাবিনি। সহযোগী : কেন কি হয়েছিল তোকে পিটাইনি? চোর : ধরা পড়ার পর ভাবলাম এবার তো উপায় নাই, এরা তো আমাকে ছাড়বে না খুব লজ্জায় পড়ে গেলাম। কিন্তু অবাক কান্ড কিছুই করলো না।

একজন কলার ধরে থাপড়াতে থাপড়াতে কিছু লোক জড়ো করল, ভাবলাম এইবার বোধ হয় অপমান করবে কিন্তু করলো না। সহযোগী : কি করলো ? চোর : তারপর আর কি জড়ো হওয়া লোকজনের মধ্যে অনেকই জুতা খুলে পিটল, আমি তখনও অবাক হয়েছি, ভেবেছিলাম এইবার বোধ হয় অপমান করবে, কিন্তু করলো না। সহযোগী : তারপর ? চোর : পরে জুতার পাশাপাশি লাথি কিলও শুরু হলো। কিন্তু আপমান করলো না শুথু মাথা ন্যাড়া করে মাথায় ঘোল ঢেলে জুতার মালা পরিয়ে পাছায় লাত্থি দিয়ে হাট থেকে বের করে দিল। আমিও একটা বড় লজ্জার হাত থেকে বেঁচে গেলাম।

শুরু হলো পার্বত্য এলাকার কয়েকটি স্কুল থেকে। WFPA এর সরবরাহকৃত বিস্কুট খেয়ে অসুস্থ্য হলো স্কুলের কমলমতি শিশুরা। এটা আর এমন কি কিছুদিন আগেও তো দুধে মেলামিন নিয়ে কতকিছু হলো। ঠিকাছে কমিটি গঠিত হোক তদন্ত চলুক পরে যা হওয়ার হবে। এরপর টিকা আর ভিটামিন খেয়ে অসুস্থ্য হলো শিশুরা, প্রাণহানীও ঘটল।

স্বাস্থ্য মন্ত্রী ভাবলেন ” মাথা খারাপ !! ভিটামিন খেয়ে কেউ অসুস্থ্য হয় নাকি, নিশ্চয় তারা আগে থেকেই অসুস্থ্য ছিল আর না হয় এটা বিরোধী দলের ষড়যন্ত্র”। একই ঘটনা আবারও ঘটলো, এবার WHO এর সরবরাহকৃত বিস্কুট খেয়ে অসুস্থ্য হলো পোটকাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫২ শিশু শিক্ষার্থী । তবুও আপমান বোধ করলেন না স্বাস্থ্য মন্ত্রি, তবুও নিজেকে ব্যার্থ মনে করেন না, করলে নিশ্চয় পদত্যাগ করা উচিত। শিশুদের জন্য “হ্যাঁ” বলুন, স্বাস্থ্য মন্ত্রীকে “না”।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.