আমার এমন কিছু দুঃক্ষ আছে যার নাম... তিলক কামোদ এমন কিছু স্মৃতি যা... সিন্ধু ভৈরবী জয় জয়ন্তীর মত বহু ক্ষত রয়ে গেছে ভিতর দেয়ালে কিছু কিছু অভিমান , ইমন কল্যাণ শরদ বাজাতে জানলে বড় ভালো হত.....!!!!!! মানুষ মাত্রই ভুল করে, ছোটো হোক বড় হোক, শিশু হোক, বৃদ্ধ হোক।
এই ভুলগুলোর পরিমান অল্প বা বিশাল হতে পারে ।
কারো কারো সামান্য ভূলের কারনে সারা জিবন মাশুল দিতে হয়, কারো আবার অনেক বড় ভূল করেও কোন বিকার নেই ।
এই ভুলগুলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার কথা জ্ঞানী ব্যক্তিরা যুগে যুগে বলে গেছেন। অপরের ভুল যেমন আমরা ক্ষমা করতে পারিনা তেমনি নিজের ভুলগুলোকেও বুজতে পেরে নিজেকে শুধরাতে পারিনা।
কোনটা ভুল আর কোনটা নয় এটার মানদন্ডই বা কি? প্রচলিত বিশাস,
সর্বজন গ্রাহ্য ধারনাকেই আমরা সঠিক বলি তার বিপরীত হলেই তা ভুল বা mistake । আদৌও কি তাই ?
মানুষ যদিও বা নিজের ভুল হয়েছে বুঝতে পারে তাও বেশিরভাগ সময় ক্ষমা চাইতে পারে না, ego, সংকোচ , উন্নাশিকতা কাজ করে।
ক্ষমা চাইলে মানুষ ছোট হয় না বরং বড় মনেরই পরিচয় দেয় ।
আমরা কি পারি না আমাদের ছোটোখাটো ভুল গুলোর জন্য sorry বলতে ? আপনার আমার সামান্য sorry বলায় যদি ভুলবোঝাবুঝির অবসান হয় তবে প্রিয়জনের কাছে ক্ষমা চাইতে দোষ কি ?
শুধু একপক্ষের sorry বললেই হবে না অপর পক্ষের মানষিকতা থাকতে হবে ক্ষমা করে দেবার । তাই বলে ক্ষমা করে দিয়েছি বলে পরে আবার সুজোগ মত খোটা দেয়া বড় বেশী পীড়াদায়ক।
আমি নিজেও কিনত্ত এই দোষে দুষ্ট। সহজে পারি না ক্ষমা করে দিতে, অনেকবার চেষ্টা করেছি খুব একটা লাভ হয়নি । sorry বলতে পারি যদি বুঝে থাকি অপরাধ করেছি, কিনত্ত যেটা আমার দৃষ্টিভঙ্গীতে অপরাধ নয় তার জন্য আমি জীবনেও sorry বলবো না। হয়তো এই গোয়ার্তুমির কারনেই আমি মূর্খ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।