চোখে যা দেখি, কানে যা শুনি, তা নিয়ে কথা বলবোই ! ডেসটিনির বিরুদ্ধে বিভিন্ন মন্ত্রনালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে । যেমন- বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন ও হিসাব জব্দকরন, বানিজ্য মন্ত্রনালয় কর্তৃক আন্ত:মন্ত্রনালয় কমিশন গঠনের তাগিদ এবং দুদুক কর্তৃক জিজ্ঞাসাবাদ, মানিল্যন্ডিংয়ের প্রাথমিক প্রমান প্রভৃতি । কিন্তু সমবায় অধিদপ্তর কর্তৃক গঠিত তদন্ত কমিটির অগ্রগতির কোন খবরাখবর নেই । ডেসটিনি মাল্টিপারপাস সোসাইটিকে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করার জন্য জনাব অমীয় চট্টোপাধ্যায়কে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল বলে খবর পাওয়া গিয়েছিল । কোন অদৃশ্য কারনে তদন্ত থেমে গেল কী ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।