আমাদের কথা খুঁজে নিন

   

ডেসটিনির প্রতারণা !!!

যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে নাকি একলা চলতে হয়। মাল্টিলেবেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি ডেসটিনি-২০০০ লিমিটেডের প্রতারণামূলক কার্যক্রম খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। গতকাল সোমবার জাতীয় সংসদে ৭১ বিধিতে এক নোটিশের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ আশ্বাস দেন। এর আগে সরকার দলীয় সংসদ সদস্য এনামুল হক বলেন, আমার নির্বাচনী এলাকায় ডেসটিনি ২০০০ লি. সরলপ্রাণ মানুষকে ফুসলিয়ে তাদের বিভিন্ন মুনাফা ও সুযোগ সুবিধার লাভ দেখিয়ে কোম্পানিতে ভর্তি করাচ্ছে এবং কোম্পানির শেয়ার বিক্রি করার নামে টাকা হাতিয়ে নিচ্ছে। ডেসটিনির এসব কাজে যারা সহযোগিতা করছে তাদের সাময়িক আর্থিক সুবিধা দিচ্ছে, তাদের মিথ্যা আশ্বাসের মধ্যে আছে পাবর্ত্য চট্টগ্রাম অঞ্চলে তাদের একশ’ কোটি সেগুন ও বিভিন্ন ধরনের গাছ যার ভবিষ্যত্ মূল্য কয়েক হাজার কোটি টাকা, যার লভ্যাংশ তারা পাবে।

তারা তাদের কার্যক্রমের পক্ষে সরকারের কোনো ছাড়পত্র দেখাতে পারেনি। ফলে এলাকার মানুষ প্রতারণার শিকার হচ্ছে। ডেসটিনির এসব কর্মকাণ্ড যে আসামাজিক এবং সমাজের স্থিতিশীলতার পরিপন্থী তাতে কোনো সন্দেহ নেই। অতএব ডেসটিনির এ অশুভ কার্যক্রম বন্ধের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। তিনি আরও বলেন, ডেসটিনির মতো ইউনিপে-টু এবং আরও বেশকিছু কোম্পানি নামে-বেনামে প্রতারণা করছে।

তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, দেখা গেছে স্বল্প আয়ের মানুষের অল্প সময়ে অধিক লাভ দেখিয়ে প্রতারণা করছে। বিভিন্ন নামে এসব সংগঠন মানুষকে প্রতারণা করছে। এ প্রতারণার অভিযোগে এরই মধ্যে সংসদ সদস্যের এলাকা বাগমারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলছে, ডেসটিনির প্রতারণামূলক এসব কার্যক্রম খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

সুত্রঃ-এইখানে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.