ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনের বৈধতা চ্যালেঞ্জ করে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।
এ বিষয়ে শুনানিতে গত ১১ এপ্রিল ডেসটিনির আবেদনটিকে ‘প্রি ম্যাচিউরড’ অভিহিত করে আদালত বলেন, বিষয়টি এখনো মামলা করার পর্যায় আসেনি।
শুনানিতে ডেসটিনির পক্ষে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ, ব্যারিস্টার মিজান সাঈদ, ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট আহসানুল করিম। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির পক্ষে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন গত ৮ এপ্রিল হাইকোর্টে এই রিট আবেদন করেন। ডেসটিনিতে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন সংক্রান্ত প্রতিবেদন কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল চাওয়া হয় ওই আবেদনে।
এতে বিবাদী করা হয় অর্থ সচিব ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে।
ডেসটিনির আইনজীবী মিজান সাঈদ এই রিট আবেদন করার দিন সাংবাদিকদের বলেন, ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ এর ৫১ ধারা অনুসারে ওই পরিদর্শন প্রতিবেদন দেওয়া হয়েছে। কিন্তু এই আইনের তিন ধারায় বলা আছে, সমবায় সমিতি ক্ষেত্রে এই আইনের ৪৪ ধারা ব্যতীত অন্য ধারাগুলো প্রযোজ্য হবে না।
“আর ৪৪ ধারা অনুসারে পরিদর্শন প্রতিবেদন দিতে হলে আমাদের অনুলিপি দিতে হবে। শুনানি করতে হবে। এসব প্রক্রিয়া অবলম্বন না করেই ১১ মার্চ বাংলাদেশ ব্যাংক প্রতিবেদনটি দিয়ে দেয়,” বলেন তিনি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।