ডেসটিনি বাংলাদেশে চলবেই চলবে। বাঙালীর আকাশ কুসুম স্বপ্ন দেখার দিন যত দিন থাকবে ততদিন ডেস্টিনি থাকবে। তাদের শতকরা ৯০ জন সদ্স্য যারা এক কালীন চাদা দিয়া ধরা খাওয়ার পর খামোশ হইয়া যায় তখন শতকরা বাকী ১০ জন সেই টাকায় কোটিপতি হওয়ার লাইনে থাকে। ৯০ জনের দলে যারা থাকে তারা মামলা, হামলা কোনো কিছুই করতে যায় না। তারা মনে করে হারাইছি তো হারাইছি, আর যামুনা।
আর বাটপাড় ১০ জন চিরকালই আরো ১০ গুণণ ৯০ অর্থা আরো ৯০০ জনকে স্বপ্ন দেখাইয়া চলে। এভাবেই ডেস্টিনি চলে। ৯০ জনের ডেস্টিনি মানে ভাগ্য নিয়া ১০ জনে নিজের ডেস্টিনি গড়ে। আপনি যদি তুরুদ্দুম বাটপাড় হয়া থাকেন তবে আপনার জন্যই ডেস্টিনি। আপনি যদি বাটপাড়ের জন্মগত কোনো গুণাবলী সম্পন্ন হয়া থাকেন তবে আপনার জন্যই ডেস্টিনি।
আর ডেসটিনির এমন সব পোলাপান দেখছি যারা কোনোদিন স্কুলের বারান্দায় যাইবার পারে নাই তারা টাই লাগাইয়া ঘুরে। অগোর মুখের চেহারায় লজ্জা দেখি না, লজ্জা দেখি অগো গলায় ঝুলন্ত টাইয়ে........
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।