যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
বিশ্ববিদ্যালয় শেষ করে এসেছি অনেকদিন... বিশ্ববিদ্যালয় এ আমাদের বিশাল একটা গ্রুপ ছিল... আমাদের থেকে দশ বছরেরও সিনিয়র থেকে আমাদেরও ৭-৮ বছরের জুনিয়ররা মিলে সেই বিশাল গ্রুপ । কোন বিশেষ উপলক্ষ্য-টক্ষ্য হলে আমাদের এখন দেখা হয় । আসলে এই গ্রুপটা একটা সংগঠনকে কেন্দ্র করে যদিও দেখা যায় বেশীরভাগই সংগঠনের সাথে সম্পৃক্ত ছিল না .. কিন্তু তাতে কি... আমরা একটা পরিবারের মতন বলা যায় ।
দিন বাড়ছে সবার ব্যস্ততা বাড়ছে তাই ইদানিং দেখা হওয়ার পরিমাণ কমে গেছে । আর এই উপলক্ষ্য গুলো হলে দেখা যায় আমার কাধে চলে আসে মেলা দায়িত্ব... তাই সেই দায়িত্ব এড়াতেও বলা যায় এখন কম দেখা হয় সবার সাথে ।
গতকাল এক বড় ভাই ফোন দিলেন , বললেন আজ বিকেল সাড়ে চারটায় সবাই আসবে, আমি যেন বউ নিয়ে যথাসময়ে থাকি.... আমি বললাম আচ্ছা... আর মনে মনে ভাবছি যাক এবার তাইলে কোন কাম না কইরাই গেট-টুগেদার... বেশ ভালো ।
শুক্রবার... ঘুমাচ্ছি । অন্যান্য দিন ১১-১২ টা বাজে আজ প্রায় ১:৩০-২ টা .. বউ বার বার ডাকে আমি বলি এই তো ... ঘুমের মধ্যে শুধু শুনি বিকেলে ৪টার সময় যেতে হবে.... মনে পড়ল আমি বেমালুম বউকে বলতে ভুলে গেছি.... তারপরও মুখ ফসকে বলে ফেলি .. জানি ।
বউ বলে তুমি জানো তবে বল নি কেন... বলি.. ভুলে গেছি । এটা ভুলে যাওয়ার কথা ??
আমি কিছু বলি না ।
আবার ফোন আসে .. বউকে ফোন দেই এগিয়ে আর আমি আরেকটু ঝিমাই... বউ বলে ফোনে হ্যা ... ৪:৩০ টায়... মিলাদ???... হ্যা হ্যা আসছি....
আমি ভাবি ... আমাদের গ্রুপের কাজ কাম... মিলাদ... নিশ্চয়ই এবার কাউরে বলির পাঠা বানানো হইছে... তার জন্য মিলাদ !!
আমাদের বড় ভাইদের কাজকাম..... কখন কি হয় ঠিক নাই ...এই তো কিছুদিন আগে আরেক বড় ভাই এর জন্মদিনের আগের দিন প্রায় ৩০ জন মিলে কেক ফুল নিয়ে তার বাড়িতে হাজির রাত দশটায় । তাকে রাগাতে প্রতিবছর তার জন্মদিনের আগেরদিন আমরা তার জন্মদিন সেলিব্রেট করতাম তাই । রাত ১০ টা থেকে ১ টা ... দুই জন্মদিন পালন করেই আমরা বাড়ি ফিরি ।
যাউক গা... আমি ভাবি ।
আমার বউ ফোনে বলে আপনি এড্রেসটা পাঠান... ফোন রেখে সে অন্য ঘরে চলে যায় আমি আড়মোড়া ভেংগে পত্রিকায় চোখ বুলাই ... হঠাৎ এস এম এস.. এসএমএসটা খুলি ...নিশ্চই এড্রেস পাঠানো হয়েছে... কোতায় যেতে হবে...
এস এমএস পড়তে থাকি ...You are requested to to attend H...'s qulkhanii... আমি গড় গড় করে পড়ে এড্রেসটা পড়ি.... হঠাৎ মনে হয় কুলখানি ?? আমার মনেহয় জন্মদিন. গায়ে হলুদ টাইপের কোন অনুষ্ঠান.... হঠাৎ চমকে উঠি "কুলখানি".... না না... এটা তো কুলখানি, কার ? কার....... হঠাৎ চমকে উঠি । আমাদের যে ভাইয়ের নাম লেখা হয়েছে তার সাথে দেখা হয়েছে ২৫ বৈশাখ এর একটা অনুষ্ঠানে... উনি ম্যাজিস্ট্রেট...ওনার বাবা-টাবা.... ভাবতে পারি না আবার আরেকটা এসএমএস আসে... কিন্তু কোথাও আর কারো নাম কিংবা কার কুলখানি লেখা নাই .....আমি আবার পড়ি... to ............ to attend H...'s qulkhani.
আমি এবার নিস্তব্ধ হয়ে যাই.. কাপা কাপা হাতে ফোন করি... আস্তে করে জিজ্ঞেস করি কার??... যে কথাটা কোনভাবেই, এমনকি লিখিত কথাটাও বিশ্বাস করতে পারছিলাম না ওপার থেকে সেই নামটাই উচ্চারণ করে.. তুই জানিস না ?? রোড একসিডেন্ট..... আমি কিছু বলি না ..চুপকরে থাকি কিছুক্ষন... এরপর ফোনটা রখে দেই...
হীরক ভাই .. সরি ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।