মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।
কোরিয়ান জনপ্রিয় ব্র্যান্ড স্যামসাং অচিরেই বাজারে আনছে বহু আকাঙ্ক্ষিত গ্যালাক্সি এস সিরিজের এস৪ স্মার্টফোন। আর দুই এক মাসের ভিতরই বাংলাদেশের মার্কেটে চলে আসবে সেটটি।
তার আগেই আসুন দেখে নেই সেটটির কিছু তথ্য।
গ্যালাক্সি এস৩ এর থেকে এর ডিসপ্লে আরও কিছুটা বড় হয়ে ৫" আকার পেয়েছে।
ক্যামেরা রেজুলেশন থাকছে ১৩ এবং ২মেগাপিক্সল যেখানে এস৩ এর ক্যামেরা দুটি ছিল ৮ এবং ১.৯ মেগাপিক্সেলের।
আকারেও কিছুটা চিকন আর হালকা হয়েছে নতুন মডেলটি। আগের ৮.৬ মিলিমিটার পুরুত্তের ১৩৩গ্রাম ওজনের এস৩ এর পরের সংস্করন এর ওজন ১৩০গ্রাম এবং পুরুত্ত ৭.৯মিলিমিটার।
শক্তিশালী এই সেটটি চালাতে আগের ভার্শনের থেকে ব্যাটারির ক্ষমতা ৫০০এমএএইচ বাড়িয়ে ২৬০০এমএএইচ করা হয়েছে। এছাড়া ওয়ারলেস চার্জিং ফিচার যোগ হয়েছে নতুন এই সেটটিতে।
এখন শুধু অপেক্ষার পালা, আর কিছুদিনের ভিতরেই বাংলাদেশে এসে যাবে সেটটি। দাম কেমন হবে এব্যাপারে এখনই মুখ খুলছেন না কেউই। এক্সপেরিয়া জেড এবং এইচটিসি ওয়ান এর সাথে পাল্লা দিয়ে এই "লাইফ কম্প্যানিয়ন" ট্যাগলাইনধারী সেটটি কেমন বাজার পায় সেটাই এখন দেখার বিষয়।
ফোনটির ব্যাপারে যেকোনো মতামত আশা করছি এখানে। এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট দিতে পারেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।