আমাদের কথা খুঁজে নিন

   

অবিশ্বাসের ঘুন

ভালই ছিলাম গত পরশু, হয়নি যখন কিছুই শুরু। স্বর্গে ছিলাম গত কাল, তুমি যখন ছিলে নাল। পৃথিবীর সব সুখ ছিল হাতে, আর তুমি ছিলে পাশে। ভালোবাসার চরম সুখে, ভেসেছিলাম আকাশের বুকে। তবে আজ একি হলো ! ভালোবাসার আকাশ কেন, আধার হয়ে গেল। মুহুরতেই কেন স্বপ্নগুলো, বৃষ্টি হয়ে ঝরে গেল। হায়! এ কি হলো, ভালোবাসার ঘর আমার, অবিশ্বাসের ঘুনে খেল। কত যতনে গড়া ঘরের খুটি, এত সহজে গেল ছুটি। ভালোবাসার পাঠ আমার, এত সহজে গেল চুকি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।