আমাদের কথা খুঁজে নিন

   

অবিশ্বাসের দোলাচল

/

একজন শুভাকাঙ্খী আমাকে সতর্ক করে দিয়েছিলেন ‌‌‌'ক্ষত'- আমার বহুল প্রয়োগিত শব্দ জীবনানন্দের হলুদ শালিক, কালো ঠ্যাং এর মত নিত্য নৈমিত্তিক লেখায় কালো হরফে বিস্তৃত। আমার সুনীল আকাশ ঢেকে গেছে অন্ধকার ডানায় দিগন্ত রেখা ধুলোয় আস্তীর্ণ ধোয়াশা কুয়াশা ঘর ভর্তি মেকি আলোর ভয়ানক আলেয়া। হাটুতে প্যারিস প্লাস্টার ভঙ্গুর রাস্তা নিয়মিত অতিক্রমনে কোমরে যন্ত্রনার তীব্র কামড় চারিদিকে ধ্বংস পতনে। শুয়ে থাকা শরীরে হতাশার বিনিদ্র চিৎকার অর্থনৈতিক দৈন্যদশায় নুব্জ ঘাড়। আমার চোখে প্রকটভাবে প্রস্ফুটিত অবিশ্বাস।

যা শুনছি তাতে প্রবল ভয়। আমার নিঃসংকোচ মনোভাব সন্দেহবাতিকতায় ছেয়ে যাচ্ছে বন্ধুরা ক্রমান্বয়ে শত্রু হয়ে উঠছে; আমি তাদের কথা বিশ্বাস করি না তারা আমাকে বিশ্বাস করে না। আমার শরীরের ঘ্রানে স্ত্রীর সন্দেহর দীর্ধশ্বাস পুত্র কন্যার সাম্প্রতিক অভিলাসে আমার পলায়নপর মনোভাব। মূল্যহীন ভবিষ্যত। অনেক মূল্য দিয়ে আমাকে বর্তমানকে কিনতে হচ্ছে আর আমি দরপতনের হীন সূচকে দাঁড়িয়ে আছি।

আবার আমাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আমাকে সবকিছুর মধ্য দিয়ে যেতে হচ্ছে আমাকে যেভাবেই হোক যেতেই হবে ছেঁচড়ে টেনে হড়কে আমাকে চলতেই হবে এবং চলার পথে আমার ছেলা শরীর কোনভাবে দেখানো যাবেনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।