শাফিক আফতাব---------- যে আদমসন্তানটি জন্ম হলো আজ তাকিয়ে আছে তার দিকে এই দেশ আর সমাজ বড় হয়ে যদি চোর হয় বাবার মতোন ঘুষখোর দেশ পাবে তার কাছে কী বলো, কী হবে তাতে আমাদের কাজ। তাই, ইতরের ক্রোমোজম বিশুদ্ধকরণ প্রক্রিয়া আবিস্কার করুক বিজ্ঞানীগণ তারা ক্লোনপদ্ধতিতে জন্মাক কিছু সন্তান দেশের জন্য তাহলে হয়তো ভালো বীজে জন্মাবে ভদ্র কিছু আদম সন্তান দেশ আর সমাজের কাজে অবদান রাখবে কিছু, আমরা হবে ধন্য। শিক্ষা দিয়ে মানুষকে ভালো যাবেনা আর, দেখুন দুর্নীতি ঘুষ উৎকোচ কমেছে, চরিত্র বদলেছে মানুষের বরং অভিজাত অপরাধীর মধ্যে শিক্ষিত মানুষের সংখ্যা ঢের অজ্ঞ আর অশিক্ষিত মানুষের মধ্যে আছে শুধু কিছু চোর। আহা ! ভেজাল খেয়ে খেয়ে মানুষের প্রজননও আজ দুষিত ইতর আর চোর জন্মায় তাই, তাদের জন্য অন্যসব মানুষ সন্ত্রস্ত ভীত। ২৪.০৬.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।