দুষ্টু ছেলেই তো..... আর কিছু না........ পাগলের পাগল
স্বপ্নের শুরুটা একটা মেজাজ খারাপ করা বিষয় নিয়ে। পুরো স্বপ্ন জুড়ে একই বিষয়। মানুষের অবচেতন মনে যা থাকে তারই প্রতিফলন বোধহয় ঘটে স্বপ্নে। কিছু অসঙ্গতি নিয়ে মনটা বহুদিন ধরেই বিষিয়ে আছে। সহ্য হচ্ছেনা কোনভাবেই।
সেটাই বোধহয় বেরিয়ে এল। সরাসরি সামনে না আসলেও একটা সতর্কবার্তা দিয়ে গেল।
স্বপ্নের শুরুতে আমি কোট-টাই পরে কোন এক ভার্সিটিতে। ভার্সিটির টীচার হিসেবে নিজেকে আবিষ্কার করলাম। সাথে দুইজন কলিগ ছিলেন।
একজনকেও চিনিনা অর্থাৎ বাস্তব জীবনে তাদের সাথে আমার পরিচয় নেই। কিন্তু স্বপ্নে তারা আমার কলিগ। তারা একটা বিষয় নিয়ে খুব উৎফুল্ল। কোন একটা প্রাইভেট কোর্স ভার্সিটিতে চালু হয়েছে যেটা প্রফেশনাল কোর্সের মত। কোর্স করতে আসবে সব প্রফেশনাল লোক।
কিন্তু তারা হবে প্রতারিত। কারণ সেখানে প্রফেশনাল লেভেলের কিছুই শেখানো হবেনা। যা শেখানো হবে তা ভার্সিটি লেভেলেরই। অতএব মানুষ তো প্রতারিতই হল। কিন্তু কে শুনবে কার কথা।
তারা নিজেদের আয় হবে, এই আনন্দেই ব্যস্ত। জিনিসটা আমার মোটেও ভাল লাগছিলনা। আমি চুপচাপ ছিলাম। তারা মজা করছিল। হাসি-তামাশা করছিল।
হঠাৎ সিনিয়র কলিগ বললেন- “কী ব্যাপার? আপনি খুশি না?” আমি বললাম-“কীভাবে খুশি হব? যেই কোর্স মানুষ করবে সেটা করে তার যদি কোন উপকার না হয় তাহলে সে যে টাকা দিবে সেটা আমার জন্য হারাম। আমি টাকা নিব, বিনিময়ে তার কোন উপকার করতে পারবনা, যদি এমন হয় ঘটনাটা, তাহলে তো হারাম খাওয়া হবে। ” উনি বললেন-“আরে মিয়া, এত চিন্তা করলে ঢাকা শহরে বসবাস করা লাগবেনা মফস্বলে যাওয়া লাগবে। ” আমি বললাম-“হা! হা! ভালই বলেছেন। এর আগে তো কোন টীচার আসেনাই, তারা ঢাকা শহরে বসবাসও করেনাই।
” কথায় না পেরে উনি বললেন-“থাক, তোমার সাথে এই ব্যাপারে কথা বলতে ভাল লাগছেনা। ” মুখ বাঁকিয়ে বললাম-“ভাল লাগার তো কথাও না কারণ আমি উচিত কথা বলি। আর এ কারণে আমার সাথে কথা বলতে শুধু আপনার নয়, কারোরই ভাল লাগেনা। আমার খুব খারাপ লাগে যখন বাইরের লোকেরা আমাদের ভার্সিটির লোকেদের বাটপার, চীটার বলে। যখন এই ভার্সিটির কথা শুনলে লোকে নাক সিঁটকায়।
কিন্তু আপনারা তো আমার কথা শুনবেন না। তো আপনাদের যেটা ভাল মনে হয় সেটাই করেন। ”
এক জুনিয়র কলিগ বলে উঠল-“এত সৎ মানুষ হলে কইরেন না, ঘরে থাকেন। ” মেজাজ আরো চড়ে উঠল। বললাম- “তুমি আমার সিনিয়র না জুনিয়র?” সে চুপ।
চিৎকার করে কিছু একটা বলতে যাব ঠিক সেই সময়ে ঘুমটা ভেঙে গেল।
দুনিয়ায় এই ধরণের অসঙ্গতি প্রায়ই ঘটছে। সহ্য হয়না। একদম সহ্য হয়না।
আমার পূর্বের উদ্ভট স্বপ্নগুলোর কথা জানতে চাইলে পড়ুনঃ
উদ্ভট স্বপ্ন ১
উদ্ভট স্বপ্ন ২
উদ্ভট স্বপ্ন ৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।