এই পৃথিবীর সব কিছুই পাতানো, কলকাঠি নাড়ছে....... একজন; শুধুই একজন।
অনেক দিন কিছুই লেখা হয়নি, মাথা থেকে কোন কিছু্ই যেন বের হচ্ছে না, আজ অনেক দিন পর ডায়রীতে কিছু লিখতে চাচ্ছিলাম, কিন্তু পেনসিলের সরু মাথা বার বার ভেঙে যাচ্ছিলো, হয়তো অনেক দিন কিছু না লেখার অভিশাপ। কবিতা লিখতেও ভুলে গেছি, ছড়ার ছন্দ এখন তালহীন ছন্নছাড়া, গল্পের শুরু হলেও শেষ হতে ভীষন সময় ব্যায়। সকালে কিছু কাজ করেছি, এলোমেলো ভঙিতে হাঁটা চলা আর শব্দ চয়ন-
শীতের দুপুরে মাথায় আমার
চটচটে দেখায় চকচকে চুল জলপাই তেলে
কী উদ্ভট কথাবার্তা! উড়ালচন্ডীদের মতো বিভ্রান্ত আমি।
নাহ্ কিছুই লিখতে পারি না, কিচ্ছুই না।
। । । । ।
। । । । ।
। । ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।