সময়ের সাথে...... ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ বিদ্যুৎ সাব-স্টেশনে গতকাল মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি ট্রান্সমিটার বিকল হওয়ায় দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ উপজেলাসহ মুন্সিগঞ্জের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
হাসনাবাদ বিদ্যুৎ সাব-স্টেশনের উপমহাব্যবস্থাপক ফারুক হোসেন জানান, রাত পৌনে আটটার দিকে হঠাৎ করেই বিকট শব্দে একটি ট্রান্সমিটারে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে তা কয়েকটি ট্রান্সমিটারে ছড়িয়ে পড়ে। আগুনে একটি ট্রান্সমিটার সম্পূর্ণ এবং অপর একটি আংশিক পুড়ে গেছে।
এ ছাড়া বিদ্যুতের কিছু সরঞ্জাম পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপসহকারী পরিচালক আবদুল হালিম সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পোস্তগোলার চারটি এবং কেরানীগঞ্জ ও সদর দপ্তরের একটি করে মোট ছয়টি ইউনিট ঘটনাস্থলে যায়। ঘণ্টা খানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট বা যান্ত্রিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী মো. ইউসুফ জানান, আগুন এতই ভয়াবহ ছিল যে আশপাশের বাড়িঘর ছেড়ে লোকজান পালাতে শুরু করে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় সাংসদ নসরুল হামিদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবুল মিয়া ও পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।