আমাদের কথা খুঁজে নিন

   

অনির্দিষ্ট

পুরনো আমিটাই ভাল ছিলাম... অস্পর্শী মহাকাল জনপথে আমাদের প্রতিদিনকার জীবন- মুগ্ধতা আর নিপাট বাস্তবের মাঝামাঝি নির্লিপ্ত চেয়ে থাকে ধূসর জানালায়। অনেক ক্রন্দন ভিজে গেছে চন্দ্রালোকে রক্তকণা গলে গলে বয়ে গেছে অপেক্ষাহীন অভিধানের শব্দনদ বেয়ে, স্থৈর্য হারিয়েছে, গন্তব্য একাকার পথিকের অনির্দিষ্ট পদক্ষেপে। অনিঃশেষ পথে এক অদ্ভুত টানে হেঁটে যাওয়া অচিন নক্ষত্রের পথ ধরে নেই থেমে থাকা প্রতীক্ষার সুধীর, অগণন অনুভব মৃতপ্রায় জমে ওঠা আটপৌরে গল্পগুলো টেরাকোটা হয়ে থাকে অতীতের ভাঁজে; পদচিহ্নে শেকলের ছায়া পেতে নড়ে ওঠে উত্তরাধুনিক দলছুট। ডুবন্ত সূর্যের চোখে চোখ রেখে দিন শেষে আবছায়া জীবনের জলসিঁড়ি, আস্থায় বলা হয় না, আবার দেখা হবে বন্ধু। ১.০.৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.