ছোটবেলা থেকেই ঘুরে বেড়াতে খুব পছন্দ করি। একটু বড় হয়ে এর সাথে যুক্ত হ’লো পড়া ও লেখালেখি, তারপর ফোটগ্রাফি। একটাই জীবন,তবু তীব্র অন্ধকারে হোঁচট খেতে খেতে এতটুকু আসা। এক জন্মের শব্দহীনতার শেষে মগ্ন নীরবতা ভাঙা অভিমান ? ছুঁেয়ও ষ্পর্শ পাওয়া যায় না । নি:শর্ত আশ্রয় নও, জানি তবুও প্রত্যাশা, কষ্টের তী²তা, অসহিষ্ণুতা আর অসহায়ত্ব। যতটুকু ছিল তাও হারিয়ে আরও শুন্যতা, তুমিহীন তবু বেঁেচ থাকা। যুক্তিহীনতার রহস্য ঘুচে যায় ছায়াপথ মিলিয়ে যায় অন্ধকার শেষে পৌঁছতে পারি না তবু ফিরতেও পারি না বাকী জীবনটা তোমাকেই লক্ষ্য করে একা একা হাঁটা.....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।