আমাদের কথা খুঁজে নিন

   

সান্ত্বনা

যে নিরপেক্ষ সে একা, যে একা নয় সে বিশুদ্ধ নিরপেক্ষ নয়। সান্ত্বনাকে তেমন কাজের জিনিস বলে আমার মনে হয় না বরং শোকের তীব্রতাবর্ধক বলে মনে হয়। সান্ত্বনা দেয়ামাত্র শোকার্ত লোকটি ফোঁপাতে থাকে আর ফোঁপাতে থাকা লোক বুহুহু করে কাঁদা শুরু করে। সান্ত্বনাতে বানিয়ে বানিয়ে বলতে হয় যে 'এটা কোনো ব্যাপার না' (তা যত বড় সংকটই হোক) 'সব ঠিক হয়ে যাবে' 'আরে আমরা আছি না' ইত্যাদি। এসব কথা যে বানোয়াট তা শোকবিহ্বল লোক বেশ বুঝতে পারে। সান্ত্বনা পেয়ে সে বরং ছোট সমস্যাকেও বড় বলে মনে করতে থাকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।