আমাদের কথা খুঁজে নিন

   

সান্ত্বনা

কে বলেছে খেলাধুলায় আমরা র'ব পিছে?
জানো না কি হারা ছাড়া জিততে চাওয়া মিছে!
"হারতে হারতেই জিততে হবে" - সত্য চিরন্তন।
তবু কেন হারলে তুমি খারাপ করো মন?
যতই আমরা হই না কেন খেলায় পরাজিত,
হয়ো নাকো তবু তুমি একটুকুও ভীত।
সত‌্য কথা, ন্যায্য কথা, সবাই জেনে নাও -
বাংলাদেশকে হারতে দেখে লজ্জা কেন পাও?
হারতে হারতে একদিন ঠিক এই দেশেরই ছেলে
সম্মুখে ভাই এগিয়ে যাবে সবকে পিছে ফেলে।

ঠ্যাংনোট: এই ছড়াটি আমার কিশোর বয়সে লেখা। গতকাল একটা পুরাতন ডায়রীতে হঠাৎই খুঁজে পেলাম ছড়াটি । মনে হলো এটা এখনও একেবারে অপ্রাসঙ্গিক হয়নি। তাই ভয়ে ভয়ে তুকে দিলাম সচলের পাঠকদের কাছে। ছেলেবেলার ছেলেমানুষী লেখা পাঠকদের কেমন লাগে কে জানে!!

সোর্স: http://www.sachalayatan.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।