আমি জন্মগত ভাবেই একজন উৎকৃষ্ট পাঠক । তবে একাকীত্ব কাটানোর জন্য মাঝে মাঝে নিকৃষ্ট মানের লেখাও লিখি । মাগরিবের নামায পড়ে মসজিদ থেকে বেরুতেই এক দোস্তের সাথে দেখা । সেও মসজিদ থেকেই বেরুচ্ছিল ।
সুখ দুঃখের বহুত কিচ্ছা হল ।
"কেমন আছস, কিয়াবস্থা, ক্লাস চলে, সারাদিন কি করিস, পড়ে পড়ে ঘুমাস নাকি, রোজাটোযা রাখিস তো, নাকি বাচ্চা কালের মত কেউ দেখেনা মত পেটে ফ্লেক্সিলোড দিস"- টাইপ কথাবার্তা শেষ দোস্তকে বললাম.........
কি বললাম ?
:- দোস্ত, জব্বর এক কাহিনী ঘটে গেছে ! শুনলে বিশ্বাস করবি না ।
:- কিইছে দোস্ত ? কঅছেনা দোস্ত....
:- এক মাইয়্যা এক হোলারে পছন্দ কইত্ত ।
:- তারপর....
:- হোলারে প্রপোজ কইরবার পর হোলা রিফিউজ করি দিছে ।
:- বাহ ! বাঘের বাচ্চা ! তারপর ?
:- মাইয়্যা যাই এই কতা মাইয়্যার মারে কইছে । মাইয়্যার মা মাইয়্যার বিয়ার প্রস্তার লই হোলার বাপের কাছে গেছে ।
হোলার বাপও প্রস্তাব রিজেক্ট করে দিছে !
:- সাব্বাস ! হোলার বাপ তো সিংহের বাচ্চা !
:- আরে ব্যাটা, আগে হুরাটা হুনছে না...
:- আচ্ছা কও ।
:- রিজেক্ট অইবার পর মাইয়্যা আর মাইয়্যার মা দুজনেই ক্ষেপছে । তার কিইচ্ছে.... হোলারে কিডন্যাপ করিয়ালাইছে !
:- ওম্মা ! কস কি ?
:- হু ।
:- কিডন্যাপ করি কি মাইরালাইছে ?
:- না । বিয়া কইরালাইছে ।
:- ও দোস্ত ! কস কি ! মাইয়্যা তো দেখা যায় ডাইনোসরের বাচ্চা !
:- তই.... তোরে আর কইয়ের কি !
হঠাত্ আমার দোস্তটি বিশাল এক আফসোস করে উঠল ।
:- ইইইশশশশ রে....
:- কিইছে ? তোর আবার কিছে ?
:- আঁরে কেউ ক্যান কিডন্যাপ কইরলো না দোস্ত ? ক্যান কইরলো না ?
বন্ধুর দুঃখে আমার চক্ষে পানি চলে আসল ! তারে সান্ত্বনা দিয়া কইলাম- আফসোসাইচ না দোস্ত । একদিন না একদিন তোরেও কেউ কিডন্যাপ কইররো । দেখিস.....!!
দোস্তকে সান্ত্বনা দিয়ে বাসায় চলে আসলাম । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।