সান্ত্বনা
আধো আলো আধো আঁধারে
দেখেছি যে তোমাকে
কী উজ্জ্বল সে আলো!
যেন আছ ফুটে।
আমি তাকিয়ে দেখি তোমার চোখের গভীরে
কতটা নিশ্চিন্ত তুমি।
তুমি কি রেফ্রিজারেটর না জ্বলন্ত অভেন
বুঝতে চেষ্টা করি।
তোমার হেয়ার স্টাইল অনেকটা,
না না, ঠিক আমারই মতন
চমকে উঠি আমি।
তুমিও কি যাও সাগর পাড়ে
গাও গান তার সুরে সুর তুলে
রাখ হাতে হাত।
তুমি যেন অপূর্ব এক আলো।
আঁধারেতে মিলিয়ে গেলাম
নিভেই গেলাম।
এই হ'য়েছে ভালো।
২২শে ডিসেম্বর, ২০০৯।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।