আমাদের কথা খুঁজে নিন

   

লেবুর পাতা করমচা যা বৃষ্টি ঝরে যা

গভীরে যাও, আরো গভীরে যাও, এই বুঝি তল পেলে, ফের হারালে, প্রয়োজনে ডুবে যাও। লেবুর পাতা করমচা যা বৃষ্টি ঝরে যা। না বৃষ্টি ঝরার কোন লক্ষণ নেই। আকাশ পানে তাকিয়ে মেঘ খুঁজে মরি বৃথাই। আকাশে খুঁজতে গিয়ে মেঘ, তারার আধিক্য চোখে পরে আর আনমনে গেয়ে উঠি, 'আকাশের ঐ মিটিমিটি তারার সাথে কইব কথা, নাই বা তুমি এলে।

' তুমি আস বা নাই আস প্লীজ বৃষ্টিকে আসতে বলো। আর ভালো লাগেনা, অলমোস্ট বিধ্বস্ত এখন এই জীবন। বৃষ্টিরে বৃষ্টি আয়না জোরে! ফিরে যাবনা আজকে ঘরে! চিত্‍কার দিয়ে গলা ফাটিয়ে ডাকছি বৃষ্টিকে। নাহ বৃষ্টি শোনেনা। উদাসীন নিষ্ঠুর যুবকের মত বৃষ্টি ইগনোর করে যায় আমার সকল আকুতি।

টিপটিপ বৃষ্টিতে মন ভালো নেই, যারে যা মন ভিজে আয় না রে। ওহ নো কোথায় টিপটিপ বৃষ্টি, আমি কি তবে স্বপ্ন দেখছিলাম! বাদলা দিনে মনে পরে ছেলেবেলার গান, বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান। বাদলা দিন, ছেলেবেলা, নদের বান সবি কী মরিচীকা, ভুল। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.