I am what I am and that's how I would be. No I am not stubborn. I just want to be myself.
যদি বৃষ্টি হয় আজকে!! এতগুলা কাপড় ভিজিয়ে, ধোয়া শেষ করলাম, তারমধ্যে বড় দুইটা চাদর আছে, কী মনে করে লাস্ট মোমেন্টে মশারিটাও মনে হলো কালো হয়ে গিয়েছে, ধুয়ে ফেল্লাম।
কত্তদিন অল্প কাপড় ভেজা থাকে, অথচ কড়কড়ে রোদে মিনিটেই শুকিয়ে খটখটে হয়ে যায়। কিন্তু আজ কী হবে? আজ তো আমি বারান্দায় কাপড় মেলে দিয়ে ঘর থেকেই বের হয়ে যাব সারাদিনের জন্য, বৃষ্টি হলে তো খালি ঘরে কেউ থাকবেনা চটজলদি সেসব ঘরে ঢুকানোর জন্য।
বৃষ্টিটা আজকে কি হয়েই যাবে? না হলে হয়না? থাকুক নাহয় মেঘলা বেলা কিছুক্ষণ, দুপুরের দিকে রোদ উঠে গেলে ক্ষতি কী?
না-না বৃষ্টি তুমি আজকে এসোনা...
লেবুর পাতা করমচা, যা বৃষ্টি চলে যা...
যা বৃষ্টি যারে যা...
কালকে আসিস, আজকে না!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।