বর্তমান সরকার যে কয়টি ক্ষেত্রে সফল, এর মধ্যে শিক্ষা অন্যতম। এ সাফল্যকে ম্লান করে দিতে বিএনপি লাগাতার হরতাল দিয়ে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পায়তারা করছে। অন্যদিকে জামায়াতের প্ররোচনায় বিএপির হরতালের কারণে ইংলিশ মিডিয়ামের ‘ও’ লেভেলের পরীক্ষাথীদের শিক্ষা কার্যক্রম বিপর্যয়ের মধ্যে পড়েছে। এছাড়া দেশব্যাপী ঘন ঘন হরতালে জনজীবনে অসুবিধার সীমা নেই। বারবার হরতাল আহ্বানে সাধারণ মানুষের দুর্ভোগ ক্রমেই বাড়ে।
বিশেষত হরতালের যেসব কারণের সঙ্গে মানুষের জীবনের ন্যূনতম কোন যোগ নেই, সেই সব হরতাল জনগণ কখনই সমর্থন করেন না। তারপরেও হরতাল হয়ে চলেছে এবং এই হরতালের কারণে দেশের নিম্ন আয়ের মানুষের চরম ক্ষতিও হয়ে চলেছে। কেবল নিম্ন আয়ের মানুষের যে ক্ষতি হচ্ছে তা নয়, দেশের অর্থনৈতিক ক্রিয়াকলাপ ব্যাহত হচ্ছে। সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হচ্ছে পরীক্ষার্থীরা। হরতালের কারণে একের পর এক পিছিয়ে যাচ্ছে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো।
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা ১৭ মে’র হরতালে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলো শুক্রবার। এদিকে হরতালের কারণে ইংলিশ মিডিয়ামের ‘ও’ লেভেলের পরীক্ষা ১৭ মে বৃহস্পতিবার মধ্যরাতে অনুষ্ঠিত হলো। এর ফলে অভিভাবক ও পরীক্ষার্থীরা চরম হয়রানির সম্মুখীন হয়। পরীক্ষার্থীদের হরতাল নিয়ে মানসিক চাপ থাকায় বিঘ্নিত হয় তাদের পরীক্ষার প্রস্তুতি।
গত ১৭ মে রাতে ক্যামব্রিজ ও এডেক্সেল ইন্টারন্যাশনালের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এর আগেও হরতালের কারণেও ইংরেজী মাধ্যমের পরীক্ষা রাতে গ্রহণ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ঘন ঘন বা টানা হরতালে স্কুল-কলেজ বন্ধ থাকায় লেখাপড়ার গতি থমকে যায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের দুর্ভোগ যাতে আর না হয় সেই কারণে স্কুল-কলেজ বা পড়াশোনার বিষয়গুলো হরতালের আওতাভুক্ত রাখা যায় কিনা তা ভেবে দেখা উচিত রাজনৈতিক দলগুলোর। ‘আজকের শিক্ষার্থীরা আগামীদিনের ভবিষ্যত’ এই কথাটি মাথায় রেখে রাজনৈতিক দলগুলো যদি তাদের গণতান্ত্রিক কর্মসূচীগুলো গ্রহণ করে তবে তা দেশ ও জাতি সবার জন্য মঙ্গল বয়ে আনবে।
সকলের উচিত বিএনপি-জামায়াতিদের প্ররোচনার ইংরেজি শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পায়তারা সম্পর্কে সতর্ক হয়ে এদের প্রতিরোধ করা জরুরী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।