রোববার মির্জা ফখরুল, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা মহানগরের সদস্য সচিব আব্দুস সালামকে কারাগারে নেয়ার পর দুপুরে সংবাদ ব্রিফিংয়ে আসেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
“আমরা মনে করি, দল, দেশ, গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে কথা বলার জন্য ভারপ্রাপ্ত মহাসচিবসহ নেতৃবৃন্দের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করা হয়েছে। এভাবে জামিন বাতিলের আমরা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
নেতাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোকে ‘সরকারের প্রতিহিংসাপরায়ণতা ও দুর্বিনীত জুলুম নির্যাতনের বর্হিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেন রিজভী।
এর প্রতিবাদে সোমবার সারা দেশে মহানগর-জেলা-উপজেলায় এবং রাজধানীতে থানায় থানায় বিক্ষোভ-সমাবেশ হবে বলে জানান তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।