আমাদের কথা খুঁজে নিন

   

সরকার সমর্থক নীল দল হেরে গেল:

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট নির্বাচনে সরকার সমর্থক নীল দলের ভরাডুবি হয়েছে। ছয়টি ক্যাটাগরির মধ্যে অনুষ্ঠিত পাঁচটির সবক'টিতে জয় পেয়েছে বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সাদা দল। ফিন্যান্স কমিটির শিক্ষক প্রতিনিধি পদেও তারা বিজয়ী হয়েছেন। ভোটগ্রহণ শেষে গতকাল মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ ফল ঘোষণা করেন নির্বাচক ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মীজানুর রহমান। একাডেমিক পরিষদের ছয়টি পদের মধ্যে পাঁচটিতে অবশ্য নীল দল জয় পেয়েছে।

দুই অনুষদের একটিতে বিজয়ী হয়েছেন তারা। অন্তর্কোন্দলের কারণে এমন ভরাডুবি হয়েছে বলে মনে করছেন নীল দলের অনেক শিক্ষক। তাদের অনানুষ্ঠানিক বৈঠকেও এ নিয়ে আলোচনা হয় বলে সূত্র জানায়। অন্যদিকে সাদা দল মনে করছে, 'সারাদেশের বিভিন্ন অস্থিতিশীলতা'র বিরুদ্ধে তাদের এ বিজয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে ১ হাজার ৩৫৯ ভোটারের মধ্যে ১ হাজার ২২৭ জন ভোট দেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নীল দল থেকে প্রাধ্যক্ষ ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতাকারী অধ্যাপক আখতারুজ্জামান বলেন, আমাদের যে ফল হয়েছে এরকম কখনও আশা করিনি। তবে শিক্ষকরা ভোটের মাধ্যমে তাদের মতামত দিয়েছেন। তাদের মতের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। পরে দলের সভায় পরাজয়ের কারণ খতিয়ে দেখা হবে। সাদা দলের আহ্বায়ক অধ্যাপক সদরুল আমিন শিক্ষক সমিতির নির্বাচনে ভরাডুবির পর দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগ তুললেও এবার তিনি অন্য কথা বলছেন।

ফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, শিক্ষকরা দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে ভোট দিয়েছেন। দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগ দেওয়া হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মধ্যে যৌক্তিক বোধ অবশ্যই আছে। সিন্ডিকেটে সাদা দলের বিজয়ীরা প্রাধ্যক্ষ ক্যাটাগরিতে ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ মোঃ লুৎফর রহমান, অধ্যাপক ক্যাটাগরিতে রসায়ন বিভাগের অধ্যাপক তাজমেরী এসএ ইসলাম, সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে কম্পিউটার সায়েন্স বিভাগের মোঃ হাসানুজ্জামান স্বপন, সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে পপুলেশন সায়েন্সেস বিভাগের মোহাম্মদ মঈনুল ইসলাম (মঈন) এবং প্রভাষক ক্যাটাগরিতে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের মোঃ মাজহারুল আনোয়ার বিজয়ী হয়েছেন। নীল দল থেকে তাদের প্রতিদ্বন্দ্বী ছিলেন জসীমউদ্্দীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আখতারুজ্জামান, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক সহিদ আকতার হুসাইন, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আফতাব আলী শেখ, ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সায়েন্সেস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আকরাম হোসেন এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের প্রভাষক রেজওয়ানুল হক খান। ফার্মাসি অনুষদের ডিন নির্বাচিত হয়েছেন নীল দলের অধ্যাপক আ ব ম ফারুক।

তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সাদা দলের অধ্যাপক আবুল হাসনাত। আর ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন নির্বাচিত হয়েছেন সাদা দলের অধ্যাপক শাহিদা রফিক। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন নীল দলের অধ্যাপক সেকুল ইসলাম। একাডেমিক পরিষদের সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন নির্বাচিত নীল দলের তাজিন আজিজ চৌধুরী, শেখ হাফিজুর রহমান ও চন্দ্রনাথ পোদ্দার। সহকারী অধ্যাপক/প্রভাষক ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন নীল দলের মুহাম্মদ মাঈনুল করিম ও সুরাইয়া বেগম এবং সাদা দলের মোঃ আবদুস সালাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.