``চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই। তা প্রকাশ করতে যদি লজ্জাবোধ হয়, তবে সে ধরনের চিন্তা না করাই বোধ হয় ভাল।' -- প্রাচীন গ্রীক কবি ইউরিপিডিস (৪৮০-৪০৬ খ্রীঃ পূঃ)
সাক্ষী তিতাস
[কবি আল মাহমুদ-কে]
এখনো তিতাস সাক্ষী
এই মাটির কবন্ধ ঘেটে লেখোনি কি যোনিগন্ধা
উদ্ভ্রান্ত দলিল- দীর্ঘ গোপন হাতে?
বিষদগ্ধ করে করে
পানোখী আঙুলের বলিষ্ঠ ফণায় ফণায়
কৌমের শাসন ভেঙে শুনাওনি কি
আদিমাতা টোটেমের গান;
না কি মন্ত্রপূতঃ মহুয়ার ছল?
চুলের স্তবক খোলে যে দেহে ভাসিয়েছিলে
পবনের নাও, এখনো মরেনি সেই
কিষ্ট তিতাস সাক্ষী-
মোহরের দেনা নয়, কী করে শোধবে এই মৃত্তিকার
খাঁজে খাঁজে গুঁজে রাখা বিষলক্ষী মনসার পণ?
তবে কি লখিন্দর হবে?
যে বেহুলা ছেড়ে গেছো সেই কবে
পরবাসী মোহনার চকচকে মোহে
জন্মিয়েছো অন্ধশ্লোক- বলেছে কি কবুল কবুল?
আহারে শব্দের চাষী ভুলে যাও কেন
বেহুলারা মরে না কখনো, উঠে না সাজানো কোন
বৈধব্য চিতায়;
এখনো তিতাস সাক্ষী-
জলের অক্ষরে আঁকা সোনালী কাবিন। #
(২৫/০৯/২০০৭)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।