আমাদের কথা খুঁজে নিন

   

শবেবরাত নিশিতে বাজি

আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে।যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না শবেবরাতের রাত একটি খুবই গুরুত্বপূর্ণ মর্যাদার রাত। এ রাতে সম্ভবপর দীনদার মানুষেরা ইবাদাতের জন্য মনোনিব্শে করে থাকেন গভীর ভাবে। কিন্তু এক শ্রেণীর মানব সন্তান যারা ইবাদাত তো করেন নাই বটে, কিন্তু তারা অপরের ইবাদাতে ক্ষতি, রুগিদের বিরক্তের জন্য, শিশুদের ভীতি সৃষ্টির লক্ষে আইনের তোয়াক্কা না করে আতোষবাজি ঝলকানীতে মুখোরিত করে তোলার চেষ্টা করেন। তারা কি জানেন এ রাতে আতোষবাজির রাত নয়, মুসলিমদের ইবাদাতের রাত। আমার মনে হয় তাদের পিতামাতারা এ ধরনের শিক্ষা দিতে ভুলেগেছেন অথবা তাদের পিতামাতাদের ইসলাম সম্পর্কে এ বিষয়ের উপর কোন জ্ঞান নাই। তবে সব চেয়ে মজার ব্যাপার হলো বাংলাদেশে অন্যান্য ভদ্র ধর্মাবলম্বীরা থাকলেও তরা এ রাতে মুসলমানদের ইবাদাতে ক্ষতি হবে তেমন কোন কাজ তারা করে না। যারা এ আতোষবাজির ঝলকানী ও শব্দ তৈরীতে মত্ত তারা সবাই মুসলমানের সন্তান ভাই-বোন। দয়া করে এ থেকে বিরত থাকার চেষ্টা করুন বা নিকটতম আইনশৃংখলা বাহিনীকে সংবাদ দিয়ে তাদের হাতে তুলে দিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.