আমি বাংলার গান গাই , আমি বাংলার গান গাই , আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুজেঁ পাই।
আজ শবেবরাত । মনে পড়ে যাচছে বন্ধুদের সাথে কাটানো শবেববাত গুলো কথা। আমরা সবাই নামাজ পড়ার কথা বলে বাসা থেকে বেড় হতাম । দুই এক রাকাত নামাজ পড়ে বের হয়ে পড়তাম রাস্তা ।
ঘুরে বেড়াতাম এক মসজিস থেকে অন্য মদজিদে। সারা রাত বন্ধুদের সাথে গল্প করে কাটাতাম। মাঝে মাঝে একটু নামাজ পড়তাম…….তাত্ত আবার দুষ্টমি করে কে কত বেশি রাকাত নামাজ পড়তে পারে। এই রাতে আমাদের বন্ধুদের অনেক স্মরনীয় ঘটনাত্ত আছে। যা মনে করে আমার বন্ধুরা এখনো হাসাহাসি করি।
সেই সময় গুলো এখণ অনেক মিস করছি। স্কুল লাইফটা ছিল সবচেয়ে মজার। কত মজার স্মৃতি আছে। আজ রাতে হয়তো আমার বন্ধুদের সাথে দেখা হবে না তবুত্ত ত্তদের অনেক মিস করব। ।
একবার শবেবরাতের রাতে ১.টার দিকে আমরা নামাজ পড়ে মসজিদ থেকে বের হলাম…….আর লিখতে ইচ্ছা করছে না…………!!
লেখাটি আগে প্রকাশিত হয়েছে আমার ব্লগ তুসিনের জল-জোছনায়
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।