সর্বশেষ আপডেট
আজ মহানগর নাট্যমঞ্চ কতৃপক্ষ ঘোষণা দিয়েছে যে সেখানে কোনো নাটক মঞ্চস্থ হবে না
মহানগর নাট্যমঞ্চ (আবুল বাশার মিলনায়ন) প্রাঙ্গণে স্থাপিত মঞ্চে বেগম খালেদা জিয়া সহ অন্য সব শীর্ষ মুক্ত নেতারা অবস্থান করছেন এবং সরকারের নানা ব্যর্থতার চিত্র তুলে ধরছেন । উল্লেক্ষ তাদের অনশন এখনো চলছে
বাংলাদেশের রাজনৈতিক দলগুলু ধীরে ধীরে সাধারণ মানুষের প্রানের দাবিপূরণে ব্যর্থ হয়ে এক সংঘাতপূর্ণ রাজনৈতিক কর্মকান্ডের ভেতর দিয়ে এগুচ্ছিল যার পরিনতি শুধুমাত্র আমাদের জন্যই ভয়ংকর নয় বরং তা তাদের জন্যও ভয়ানক বটে ।
দুই দল এমনি পরস্পর বিরোধী অবস্থানে অবস্থান করছে যে তাদের মাধ্যমে দেশের উন্নতি তো সম্ভব নয়ই বরং যে পথে হাটছে তা আমাদের জন্য অসয্য হয়ে উঠেছে । সরকারের যেকোনো কর্মকান্ডেই বিরোধীদলের আপত্তি এখন সেটা ভালো হোক বা খারাপ আবার বিরোধীদলের যেকোনো কাজেই সরকারের অনৈতিক বল প্রয়োগ ।
সরকারের পক্ষপাতমূলক কার্যকলাপ আমরা অবলোকন করছি বেশ কিছুদিন ধরে এর সাথে আবার যোগ হয়েছে গুম ,হত্যা ,এবং মিত্থ্যা মামলা সহ আরো কয়েকটি অগনতান্ত্রিক এবং অমানবিক অধ্যায় ।
আর এর প্রতিবাদে বিরোধী দল দেকে যাচ্ছে একের পর এক টানা হরতালের কর্মসূচি যা কিনা আমাদের সাধারণ মানুষের জীবনযাত্রাকে করে দিচ্ছে একেবারে অনিশ্চিত কেও বলতে পারছেনা যে আগামী সপ্তাহটি কি হরতালবিহীন যাবে কি না ।
তো এমন অবস্থায় বলার অপেক্ষা রাখে না যে জনসাধারণের জীবনযাত্রার অবস্থা। আমরা পরে গেছি ঠিক মধ্যখানে যেখান থেকে শুধু মাত্র তাদের খেলা দেখা ছাড়া আর কিছুই করার নেই
তবে বি এন পির আজকের অনশন কর্মসূচি অবশ্যই স্বাগত জানানো উচিত যে সর্ব মহলের অনুরোধ এবং দুর্ভোগ চিন্তা করে তারা হরতাল এর মত কর্মসূচি থেকে সরে এসে এমন একটি শান্তিময় কর্মসূচি দিয়েছে । এর মাধ্যমে একেধারে তাদের আন্দোলন চালু থাকলো এবং পাশাপাশি জনগণ তাদের সাধারণ চলাচলও করতে পারল
বিরোধীদল হতে এমন একটি গণতান্ত্রিক সিদ্ধান্ত আসায় অবশ্যই আমরা আনন্দিত তবে আমাদের আনন্দ আরো বহুগুন বেড়ে যাবে যদি আমরা দেখি সরকার তার কার্যক্রমে গণতন্ত্রেরর প্রকাশ দেখায় এবং বিরোধীদলের শীর্ষস্থানীয় নেতাদের মুক্তিতে কোনো বাধা না দেয়
পরিশেষে বলব এখনি সময় রাজনীতিতে নতুন সংস্কৃতির চর্চার শুরুর
আমরা নাগরিক হিসেবে শুধুমাত্র একটু শান্তি কামনা করি আমাদের রাজনৈতিক দলগুলুর কাছে আর সরকারের কাছে চাওয়া হলো নুন্যতম বেছে থাকার অধিকার গুলু । এবার বাদবাকি গোটা দেশ তো আপনাদেরই পালাক্রমে আসবেন,খাবেন এবং যাবেন কোনো সমস্যা নেই বাংলাদেশের রাজনৈতিক দলগুলু ধীরে ধীরে সাধারণ মানুষের প্রানের দাবিপূরণে ব্যর্থ হয়ে এক সংঘাতপূর্ণ রাজনৈতিক কর্মকান্ডের ভেতর দিয়ে এগুচ্ছিল যার পরিনতি শুধুমাত্র আমাদের জন্যই ভয়ংকর নয় বরং তা তাদের জন্যও ভয়ানক বটে ।
দুই দল এমনি পরস্পর বিরোধী অবস্থানে অবস্থান করছে যে তাদের মাধ্যমে দেশের উন্নতি তো সম্ভব নয়ই বরং যে পথে হাটছে তা আমাদের জন্য অসয্য হয়ে উঠেছে । সরকারের যেকোনো কর্মকান্ডেই বিরোধীদলের আপত্তি এখন সেটা ভালো হোক বা খারাপ আবার বিরোধীদলের যেকোনো কাজেই সরকারের অনৈতিক বল প্রয়োগ ।
সরকারের পক্ষপাতমূলক কার্যকলাপ আমরা অবলোকন করছি বেশ কিছুদিন ধরে এর সাথে আবার যোগ হয়েছে গুম ,হত্যা ,এবং মিত্থ্যা মামলা সহ আরো কয়েকটি অগনতান্ত্রিক এবং অমানবিক অধ্যায় । আর এর প্রতিবাদে বিরোধী দল দেকে যাচ্ছে একের পর এক টানা হরতালের কর্মসূচি যা কিনা আমাদের সাধারণ মানুষের জীবনযাত্রাকে করে দিচ্ছে একেবারে অনিশ্চিত কেও বলতে পারছেনা যে আগামী সপ্তাহটি কি হরতালবিহীন যাবে কি না ।
তো এমন অবস্থায় বলার অপেক্ষা রাখে না যে জনসাধারণের জীবনযাত্রার অবস্থা।
আমরা পরে গেছি ঠিক মধ্যখানে যেখান থেকে শুধু মাত্র তাদের খেলা দেখা ছাড়া আর কিছুই করার নেই
তবে বি এন পির আজকের অনশন কর্মসূচি অবশ্যই স্বাগত জানানো উচিত যে সর্ব মহলের অনুরোধ এবং দুর্ভোগ চিন্তা করে তারা হরতাল এর মত কর্মসূচি থেকে সরে এসে এমন একটি শান্তিময় কর্মসূচি দিয়েছে । এর মাধ্যমে একেধারে তাদের আন্দোলন চালু থাকলো এবং পাশাপাশি জনগণ তাদের সাধারণ চলাচলও করতে পারল
বিরোধীদল হতে এমন একটি গণতান্ত্রিক সিদ্ধান্ত আসায় অবশ্যই আমরা আনন্দিত তবে আমাদের আনন্দ আরো বহুগুন বেড়ে যাবে যদি আমরা দেখি সরকার তার কার্যক্রমে গণতন্ত্রেরর প্রকাশ দেখায় এবং বিরোধীদলের শীর্ষস্থানীয় নেতাদের মুক্তিতে কোনো বাধা না দেয়
পরিশেষে বলব এখনি সময় রাজনীতিতে নতুন সংস্কৃতির চর্চার শুরুর
আমরা নাগরিক হিসেবে শুধুমাত্র একটু শান্তি কামনা করি আমাদের রাজনৈতিক দলগুলুর কাছে আর সরকারের কাছে চাওয়া হলো নুন্যতম বেছে থাকার অধিকার গুলু । এবার বাদবাকি গোটা দেশ তো আপনাদেরই পালাক্রমে আসবেন,খাবেন এবং যাবেন কোনো সমস্যা নেই ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।