আরেকটি হাবি জাবি ব্লগ!! প্রিয় কাউকে দেখলেই বুকের মধ্যে একটা ব্যথা হয়, তেমনি ব্যাথা হয় প্রিয় কোন বস্তুকে দেখলে। তখন কিছুক্ষনের জন্য শূন্য লাগে হৃদয়টি হার্ট মিস করে একটি বিট কখনো দুটি। পরক্ষনেই ভালো লেগে উঠে আমার ভালোলাগে আমি দেখতে পেরেছি তাই। সবচেয়ে বেশি ব্যাথা লাগে আমার যখন দূর থেকে দেখি তোমায় পিটপিট করে তোমাকে দেখি আমি তাকানোর মাঝেই অনুভব করি হৃদয়টি কয়েকটা বিট মিস করছে। আস্তে আস্তে দূরে চলে যাও তুমি শূন্যতা বাড়তে থাকে হৃদয়ের মাঝে তুমি নয় যেন চলে যাচ্ছে আমার সব। আমি বসে থাকি যাওয়ার দিকে তাকিয়ে আবার ফিরবে বলে একটু আশা নিয়ে। ফিরবেনা একবারের জন্যও যেনে আমি বসে থাকি শূন্য হৃদয় নিয়ে এক সন্মোহিত ভঙ্গিতে তুমি তাকাবে বলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।