আমাদের কথা খুঁজে নিন

   

বুকের মাঝে

দ্রোহের আগুনে উঠুক জ্বলে

বুকের মাঝে কাঁপন জাগে রাতটা আঁধার কালো আজও কি তুই ভাবিস আমায় আজও বাসিস ভাল? মেঘটা যখন আকাশ জুড়ে মন খারাপেই ভরে ওমনি করেই নীল শাড়িতে আমায় মনে পড়ে? অমনি যখন ছন্দে ঘেরা পদ্য পরিস একা দরজা ধরেই থাকিস চেয়ে একটু পেতে দেখা ? জানি আমি আপন মনে নেই তোর আজ মনে পৃথ্বী জুড়ে আমিই ছিলাম এই যে তোরি সনে। ভুলতে ভুলতে মুখটা আমার ঝাপসা স্মৃতির দেশ এমনি আমায় গেলি ভুলে একাই আছিস বেশ? আমার তো আর দিন কাটেনা কাটাই নিঘুম রাত হাতড়ে ফিরি ধূসর আঁধার একটি চেনা হাত । হাতে শুধুই আঁধার তখন আরো ব্যথায় নীল তোর আকাশ ঠিক তখনি আলোতে ঝিলমিল । আঁধার ধরি কষ্টে বুকে জমাই ভালবেসে তোর তরেতে দুঃখ জমাই অনেক ভালবেসে ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।