বুকের দিনলিপি
কাজী রাকিবুল ইসলাম
আমাদের হাত ধরে কত বিকেল হেঁটেছে
মৃন্ময়ী,তোমার মনে আছে
সেই সব কথা? সেই রেল-লাইনের ঘাস, বয়েসী বট
কড়ইয়ের দীর্ঘ ছায়া, মাঠের প্রাচীন মঠ?
লক্ষ্মীবতী নদী সন্ধ্যার আঁচলে মুখ ঢেকে
আমাদের দেখেছে অবাক বিস্ময়ে; তাকে
তোমার কি মনে আছে? ভুলে
যদি যাও সব, তবে বুকের দিনলিপি দেখো খুলে
লেখা আছে স-বিস্তারে,
আমাদের কত পথ মিশেছে রাতের শরীরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।