আমাদের কথা খুঁজে নিন

   

বুকের পাখি

নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই মিটারগেজে পা ফেলেছি পাঁচটা কুড়ি ভাবনা যেন স্টীম ওড়ানো বিপথগামী দমকা ঝড়ে হাতড়ে মরি স্লিপার নুড়ি হারিয়ে ফেলে চশমাটাকে অন্ধ আমি খুঁজছি আমি অনেক কিছুই বুকের পাখি কুকুর মুখী মোমের চাকায় বিষণ্ণ সুর রাত পোহালে পয়সা চেয়ে ডাকবে সাকী কাক শহরে মোটর ঘুমে নামবে দুপুর দুপুর মানে কয়লা শ্রমিক সস্তা মানুষ রুজির জন্য শরীরটাকে করছে মাড়াই ফুলের মেয়ে হাত বাড়িয়ে ট্রাফিক মোড়ে লালচে বাতি চোখ রাঙালে একটু দাঁড়াই কালচে নদী জমাট বাঁধে পাথরঘাটায় রুল কাগজে এসিড খোয়া হলুদ খামে জল পড়েছে নেই ঠিকানা খামের গায়ে তবুও চিঠি কেউ লিখেছে আমার নামে --- ড্রাফট ১.০ / ছবি: J. Kaye  


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।